স্টাফ রিপোর্টার : জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহেরর ২য় দিনে আড়াই’শ শয্যা বিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আয়োজনে বর্ণঢ্য র্যালি বের করা হয়েছে।
১৭ এপ্রিল বুধবার সকালে জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ উদযাপন কমিটির আয়োজনে হাসপাতাল প্রাঙ্গনে হাসপাতালের চিকিৎসক, নার্স ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, কর্মচারীদের অংশগ্রহনে এই র্যালী বের করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ আনোয়ারুল আজিম, চাঁদপুর ভারপ্রাপ্ত সিভিল সার্জন এ কে এম মাহবুবুর রহমান, চাঁদপুর পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ পরিচালক ডাঃ ইলিয়াস মিয়া, জেলা বি এম এর সাধারণ সম্পাদক ডাঃ মাহমুদুন্নবী মাসুম, সদর হাসপাতালের এনেসথেনিষ্ট ডাঃ আবু শাদাত সায়েম, সহকারী রেজিস্ট্রার (অর্থ) ডাঃ মোঃ ফরিদ আহম্মদ চৌধুরীসহ
হাসপাতালে কর্মরত অন্যান্য চিকিৎসক, নার্স, ব্রাদার ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।