ইব্রাহীম খান : বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশ্বর্ত মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুর জেলা বিএনপির আয়োজনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১০ জুন রোববার দুপুর ২টায় চাঁদপুর জেলা বিএনপি কার্যালয়ে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। চাঁদপুর জেলা বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাড. সলিম উল্লাহ সেলিমের সভাপতিত্বে ও সদর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক অ্যাড. সামছুল ইসলাম মন্টুর পরিচালনায় বক্তব্যে রাখেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহবুব আনোয়ার বাবলু, জেলা যুব দলের সভাপতি শাহজালাল মিশন,সদর থানা বিএনপির সিনিয়র সহ সভাপতি অ্যাড.জাকির হোসেন ফয়সাল, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হযরত আলী ঢালী,সদর থানা যুবদলের সভাপতি মোফাজ্জল হোসেন চান্দু, জেলা কৃষক দলের সভাপতি এনায়েত উল্লাহ খোকন, জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ফয়সাল গাজী বাহার, জেলা ছাএ দলের সভাপতি ঈমাম হোসেন গাজী, সদর থানা যুব দলের সহ-সভাপতি গোলাম সরোয়ার, শহর যুব দলের যুগ্ম আহ্বায়ক মোস্তফা বন্দুকসী, জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক ইসমাইল হোসেন পাটওয়ারীসহ অন্যান্য নেতৃবিন্দু। অনুষ্ঠানে বক্তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশ্বর্ত মুক্তি ও দ্রুত সু চিকিৎসার দাবি জানান। অন্যথায় দেশব্যাপি কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলেও সরকারকে হুশিয়ার করা হয়। বক্তারা আরো বলেন, সরকার তাদের ক্ষমতাকে আরো পাকাপোক্ত করতে সাজানো বানোয়াট ও মিথ্যা মামলায় দেশনেএীকে জোরপূর্বক কারাগারে আটকে রেখেছে।
চাঁদপুরে জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশ
