চাঁদপুরে টাস্কফোর্সের মাদক বিরোধী অভিযান : আটক ৩

চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুরে জেলা প্রশাসন , মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পরিবেশ অধীদপ্তর, কোস্টগার্ড, পুলিশ ও আনসার বাহিনীর সমন্বয়ে জেলা টাস্কফোর্সের মাদক বিরোধী অভিযান মঙ্গলবার (২২ মে) পরিচালনা করা হয়েছে।
চাঁদপুর জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান মহোদয়ের নির্দেশনায় অভিযান পরিচালনা করেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা সুলতানা খান হীরামনি।

এসময় চাঁদপুর পৌরসভার রেলওয়ে ক্লাব রোড, যমুনা রোড, মোলহেড, পাইলট হাউজ শ্রমিক কলোনী, কালি বাড়ী, স্ট্রান্ড রোড, রহমতপুর আবাসিক এলাকায় অভিযান পরিচালনা করা হয়েছে।

অভিযান পরিচালনাকালে পাইলট হাউজ শ্রমিক কলোনী হতে ১ জন, যমুনা রোডের কুখ্যাত মাদক ব্যবসায়ী রোকেয়া ওরপে রুকি এর বাড়ি হতে ২জন মাদকসেবীকে মাদক সেবনের উপকরণসহ গ্রেফতার করে প্রত্যেককে ১ মাস করে বিনাশ্রম কারাদÐ প্রদান করা হয়।

এছাড়াও টাস্কফোর্স স্ট্যান্ড রোডের আলী বেকারী, রতন স্টোর, রিচ বাজারসহ আশে পাশের ঔষধের দোকানে অভিযান পরিচালনা করে।

এসকল দোকানের ব্যবসায়ীদেরকে ভেজালমুক্ত ও মানসম্মত খাবারের ব্যবসা পরিচালনা করার জন্য উদ্বুদ্ধ করা হয়।

একই রকম খবর

Leave a Comment