চাঁদপুরে টেকসই উন্নয়ন অভীষ্ট অন্তভূক্তকরণ বিষয়ক প্রশিক্ষণ উদ্বোধন

স্টাফ রিপোর্টার : চাঁদপুরে ২দিন ব্যাপী “কার্যকর ও জবাবদিহিমূলক স্থানীয় সরকার (ইএএলজি)” প্রকল্পের আওতায় উপজেলা ও ইউনিয়ন পরিষদ পরিকল্পনায় টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি )অন্তভূক্তকরণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ৩ জুলাই সকালে চাঁদপুর সার্কিট হাউজের সম্মেলন কক্ষে চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)’র কারিগরি সহায়তায় ২দিন ব্যাপী এ প্রশিক্ষনের উদ্বোধন করেন অনুষ্ঠানের সভাপতি স্থানীয় সরকার উপ পরিচালক মোহাম্মদ শওকত ওসমান ।

ইএএলজি প্রকল্পের ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর নুরউদ্দীন মামুনের পরিচালনায় বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা, হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌসী বেগম, বাগাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব বেলায়েত হোসেন গাজী বিল্লাল, রামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল মামুন প্রমুখ।

প্রশিক্ষণে অংশগ্রহণ করেন চাঁদপুর সদর উপজেলার রামপুর,বাগাদী ও হানাচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,সচিব,সদস্যবৃন্দ।

একই রকম খবর