স্টাফ রিপোর্টার : চাঁদপুরে ট্রাফিক পুলিশের ঝাটিকা অভিযানে অবৈধভাবে চলাচলকারী ১১ সিএনজি চালিত স্কুটার ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। মামলা হয়েছে ৩৮টি। এসময় মৌখিকভাবে আরো ৩৫ টি অবৈধ যানবাহনকে সতর্ক করা হয়।
শনিবার (২০ জুলাই) চাঁদপুর পুলিশ লাইন্সের সামনে বিকাল ৪ টা থেকে ৬ টা পর্যন্ত প্রায় ২ ঘন্টার এ অভিযানে
জরিমানা আদায় করা হয়েছে ২২ হাজার টাকা।
চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহেদ পারভেজ চৌধুরী জানান, যানজট নিরসনে ট্রাফিক পুলিশ কঠোর অবস্থানে থেকে দায়িত্ব পালন করছে। মাত্র ২ ঘন্টায় ট্রাফিক সার্জেন্ট ৩৮ মামলা করলো। জনসচেতনতা বৃদ্ধি ও দ‚র্ঘটনা এড়াতে ট্রাফিক পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।