স্টাফ রিপোর্টার : চাঁদপুর ডাকাতিয়া নদীর পাড় দখল করে আবারো মার্কেট নির্মাণ করছে দখলবাজ চক্ররা। বিআইডবিøউটি এর নদীর পাড়ের জায়গা দিনের পর দিন দখল দখল হয়ে যাচ্ছে।
চাঁদপুর পুরান বাজার ১ নং ঘাট ডাকাতিয়া নদীর পাড়ে বিআইডবিøউটির জায়গা দখল করে মার্কেট নির্মাণ করছে।
খবর পেয়ে মঙ্গলবার দুপুরে বিআইডবিøউটি এর টিআই মাহাতাব ও নৌ পুলিশের এসআই গিয়াস উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে অবৈধ স্থাপনার কিছু অংশ ভেঙে ফেলে।
পুলিশ যাওয়ার পরেই দখলবাজ চক্ররা পুনরায় ইট বালু ও সিমেন্ট এনে কাজ শুরু করে।
জানা যায়, পুরান বাজারের কয়েকজন কালোবাজারি ঐক্যবদ্ধ হয়ে নদীর পাড়ে জায়গায় দোকান ও গোডাউন তৈরি কাজ শুরু করে।
প্রতিদিন রাতে মেঘনা নদীতে এই কালোবাজারি চক্ররা বিভিন্ন জাহাজ থেকে অকটেন, পেট্রোল, ডিজেল, পামওয়েল, চিনি সহ বিভিন্ন মালামাল পাচার করে বিভিন্ন জায়গায় বিক্রি করছে। তারা রাতে এসব মালামাল নৌকা দিয়ে এনে নদীর পারে নিরাপদ স্থানে রাখার জন্যই সরকারি জায়গায় অবৈধভাবে গোডাউন নির্মাণ কাজ শুরু করে।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, পুরান বাজারের চোরাকারবারি গাল কাটা আলী, মোহাম্মদ আলী খান ও পাঁচ পাই কামাল সরকারি জায়গায় অবৈধভাবে সামনে দোকান পিছনে গোডাউন নির্মাণ কাজ করছে। তাদের সাথে প্রতিযোগিতা দিয়ে পুরান বাজার সাদ্দাম আরেকটি গোডাউন নির্মাণ করছে।
এসব অবৈধ দখলদাররা সরকার দলীয় নেতাদের নাম ভাঙ্গিয়ে এভাবে দিনের পর দিন সরকারি সম্পত্তি দখল করে স্থাপনা নির্মাণ করছে। কিছুদিন পরেই আবার সেই স্থাপনা অন্য ব্যক্তির কাছে লাখ লাখ টাকার বিনিময়ে বিক্রি করছে।
পুরান বাজারে ডাকাতিয়া নদীর পাড় এভাবে দখলবাজ চক্ররা দখল করে নেওয়ায় জনমনে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। নদীর পাড়ের এসব অবৈধ স্থাপনা উচ্ছেদের মাধ্যমে দখলমুক্ত করে দখলবাজ চক্রের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন বলে মনে করেন সচেতন মহল।