স্টাফ রিপোর্টার : চাঁদপুর শহরের গুনরাজদী এলাকায় ডাকাতিয়া নদীর দক্ষিণ পাড় ভরাট করায় উত্তর পাড়ে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। ভাঙন থেকে নদীর পাড় রক্ষা করতে নারী, পুরুষ ও শিশুসহ প্রায় শতাধিক পরিবার মানববন্ধন করেছে।
সোমবার (২৯ এপ্রিল) সকাল ১১টা থেকে ১টা পর্যন্ত ২ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করেন এলাকাবাসী। এ সময় তারা তাদের বাড়ীঘর, মসজিদ, সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বসতঘর রক্ষায় সরকারকে এগিয়ে আসার আহবান জানান।
ক্ষতিগ্রস্থদের অভিযোগ, ডাকাতিয়া নদীর দক্ষিণ পাড়ে বেসরকারি কোম্পানী একটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে করে নদী ভরাট করায় সরাসরি নদীর পানির ¯্রােত উত্তর পাড়ে এসে আঘাত করে। চলমান এই ভাঙন বর্ষায় আরো ভয়াবহ রূপ ধারণ করবে। সংশ্লিষ্ট দপ্তরগুলো ব্যবস্থা গ্রহন না করলে এলাকার ২০টি বাড়ীর ৪শতাধিক পরিবার ও সকল স্থাপনা নদী গর্ভে বিলীন হয়ে যাবে।
মানববন্ধনে স্থানীয় বাসিন্দা হাবীবুর রহমান গাজী, ফারুক দর্জি বক্তব্যে বলেন, নদী ভাঙন রক্ষায় তারা প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী স্থানীয় সংসদ সদস্য ডাঃ দীপু মনি, স্থানীয় প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড, পৌরসভার মেয়র বরাবর আবেদন করেছেন। কারণ এরপূর্বেও নদী ভাঙনে কয়েকটি বাড়ী নদী গর্ভে বিলীন হয়ে গেছে।