চাঁদপুরে ডাচ বাংলা ব্যাংকের আউটলুক শাখার উদ্বোধন

স্টাফ রিপোর্টার : ১৭ জুন সোমবার সকালে চাঁদপুর শহরে তালতলা আঃ করিম পাটওয়ারী সড়কস্থ পাটওয়ারী বাড়ি মসজিদ সংলগ্ন ডাচ বাংলা ব্যাংকের আউটলুক শাখার উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্রেষ্ঠ বিদ্যুৎসাহী ও বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল।

ডাচ বাংলা ব্যাংকের আউটলুক শাখার পরিচালক মোঃ ফারুক আহমেদ পাটওয়ারীর পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন- ডাচ বাংলা ব্যাংক লিমিটেডের কুমিল্লা এভিপি এন্ড আরএম মোঃ মোজাফফর হোসেন, চাঁদপুর এভিপি এন্ড ম্যানেজার মোঃ জামাল আবু নাসের, এজেন্ট ব্যাংকিং এরিয়া ম্যানেজার মোঃ শাখওয়াত হোসেন, এজেন্ট ব্যাংকিং সেলস ম্যানেজার মোঃ রতন কবির মৃধা, বিশিষ্ট ব্যবসায়ী শাহ মোঃ আলমগীর, বিষ্ণুদী আজিমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা খোদেজা বেগম লাকী সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। সভায় বক্তারা বলেন- প্রতিদিন সঞ্চয় করি সুখি সমৃদ্ধ দেশ গড়ি।

এ লক্ষ্যে এ ব্যাংকিং এর মাধ্যমে ফ্রি একাউন্ট খোলা, সঞ্চয়ী হিসাব ও চলতি হিসাব খোলা, ডিপিএস করা, ঘরে বসে লেনদেন করার সুবিধা, এফডিআর করা, রকেট সেবা প্রদান, উপবৃত্তির টাকা উত্তোলন, বিদেশ হতে টাকা উত্তোলন সহ সকল ধরনের সুযোগ সুবিধা সম্পন্ন অনলাইন ব্যাংকিং সুবিধা প্রদান দিয়ে থাকে।

একই রকম খবর