স্টাফ রিপোটার : সাবেক সফল পররাষ্ট্রমন্ত্রী চাঁদপুর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব ডাঃ দীপু মনি এমপি মহোদয়ের সাথে চাঁদপুর জেলার ইউনিয়ন পরিষদ সচিবদের অদ্য ২১ জুন বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় শহরের বাসভবনে সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়।এসময় চাঁদপুর জেলা বাপসার সভাপতি আঃ কাদের মিয়াসহ ইউপি সচিবদের মধ্যে গোলাম মোস্তফা শামীম,প্রবাহ চন্দ্র ঘোষ,সুলতান মাহমুদ,গৌতম চন্দ্র,এম এ কুদ্দুস রোকন,আবু বকর মানিক,সালামত উল্লাহ শাহীন,মহিবুল আহসান নিপু ,সন্জয়,রাবেয়া বশরী,তাছলিমা বেগম,হালিমা আক্তার উপস্হিত ছিলেন।
এমপি মহোদয় সকলের সহিত ঈদ পরবর্তী কুশলাদী বিনিময়সহ সকল সচিবদের খোজ খবর নেন।এছাড়া আগামী জুলাইয়ের প্রথম সপ্তাহে সকল সচিবদের সাথে মতবিনিময় করবেন।তাছাড়া সচিবদের চাকুরী জাতীয়করণসহ স্কেল আপগ্রেড করনের চলমান ফাইল মাননীয় প্রধানমন্ত্রীর নজরে দিয়েছেন এবং লবিং চেষ্টা অব্যাহত রেখেছেন বলে আশ্বাস ব্যক্ত করেন।