চাঁদপুরে ডাস্টবিন থেকে ময়লা-আবর্জনা না সরানোর কারণে দুর্গন্ধে অতিষ্ঠ শহরবাসী

চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুর পৌর সভার বিভিন্ন স্থানে ডাস্টবিন থাকতেও নিদিষ্ট স্থানে ময়লা না ফেলায় ও সংশ্লিষ্টদের অব্যবস্থাপনায় যত্রতত্র ময়লা ফেলার কারণে আবর্জনার দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে উঠেছে শহরবাসী ও পথচারীরা। তবে গত কয়েকদিন যাবৎ পৌর কর্মকর্তাদের কর্মবিরতির কারণে পৌর সভার কার্যক্রম স্থগীত রয়েছে।

শহরের বিভিন্ন স্থানের ময়লা আবর্জনা পরিষ্কার করার ব্যাপারে কোনো উদ্যোগ নিলেও তা করা হয়নি। পথে পথে আবর্জনার কারণে আবর্জনার শহরে পরিণত হয়েছে পৌরসভা। ময়লায় ভরপুর ড্রেনগুলো শহরের পরিচ্ছন্নতা কর্মিদের কার্যক্রম তেমন টি করেনা । কিন্তু প্রকৃত অর্থে কার্যকর কোনো ব্যবস্থা গড়ে না ওঠায় দুর্গন্ধে বাতাস দূষিত হচ্ছে।

এ ছাড়া টানা বৃষ্টিতে জমে থাকা ময়লা যত্রতত্র ছড়িয়ে পড়েছে। এতে দুর্গন্ধে আবাসিক এলাকার মানুষ, শিক্ষার্থী, ব্যবসা প্রতিষ্ঠানসহ অফিসে কর্মরত মানুষ ভোগান্তির শিকার হচ্ছেন। পৌরসভার বাসিন্দাদের দাবি, (ময়লা ফেলার ভাগাড়) থাকলেও তা ব্যবহারে অব্যবস্থাপনা রয়েছে। ফলে যত্রতত্র ময়লা ফেলায় দুর্গন্ধ ছড়াচ্ছে। আর পৌরসভার পরিচ্ছন্নকর্মীদের দাবি, তারা নির্দিষ্ট সময়েই ময়লা-আবর্জনা পরিষ্কার করেন।

সরজমিন দেখা গেছে, শহরের মূল স্থানগুলোতে অস্থায়ীভাবে ময়লার স্তুপ পড়ে আছে। পরিচ্ছন্নকর্মীরা মাঝে মধ্যে আবর্জনা ফেলতে সংশ্লিষ্ট এলাকায় গেলেও অধিকাংশ স্থানের ময়লা দিনের পর দিন পড়ে থাকছে। ফলে বৃষ্টির পানিতে এসব ময়লার স্তুপ যত্রতত্র ছড়িয়ে পড়ছে। সৃষ্টি হচ্ছে মশা-মাছির আবাসস্থল।

অপরদিকে, শহরের ছায়াবানি রাস্তার মোড়ে সামনে লেকে ময়লার স্তুপ করে রাখার কারণে পুরো এলাকায় দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে। দুর্গন্ধের হাত থেকে রেহাই পাচ্ছেন না ব্যবসায়ী, পথচারীরা ও শিক্ষার্থীরাও। এসব ময়লা-আবর্জনা নির্দিষ্ট স্থানে না ফেলার কারণে দুর্গন্ধ আরো তীব্রভাবে ছড়িয়ে পড়ছে। বিদ্যালয়ে কোমলমতি শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াতের পথে পাশে ডাস্টবিন তৈরি করায় দুর্গন্ধে সমস্যায় পড়তে হচ্ছে শিক্ষার্থীদের।

একই রকম খবর