চাঁদপুরে ডিআইও কর্মকর্তা হিসেবে আবু জাফরের যোগদান

স্টাফ রিপোর্টার : চাঁদপুরে ডিআইও-১ কর্মকর্তা হিসেবে মোঃ আবু জাফর যোগদান করেছেন।

গত ১৬ জুন রবিবার তিনি চাঁদপুরে নবাগত অফিসার হিসেবে এ পদে যোগদান করেন। জানা যায়, আবু জাফর চট্টগ্রামের হালি শহরের আবাসিক এলাকার ছেলে।

তার বাবা মৃত মোঃ আজিজুল হক ও মাতা জোহরা বেগম।ছোটবেলা থেকে তিনি ফুটবল খেলায় আসক্ত থাকলেও লেখা পড়ায় ছিলেন বেশ মনযোগী।আরো জানা যায়, আবু জাফর ১৯৮০ সালে হালি শহরের পি এইচ আমিন একাডেমী থেকে এসএসসি এবং ১৯৮২ সালে চট্টগ্রাম কলেজ থেকে এইচ এস সি পরীক্ষা শেষ করে উর্ত্তীর্ণ হন।

পরে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে থেকে একাউন্টিংয়ে অনার্স করেন এবং একই বিষয়ে ১৯৮৭ সালে মাস্টার্স শেষ করেন। তার কর্মজিবন সম্পর্কে জানা যায়, এই আবু জাফর ব্রাহ্মণবাড়িয়ার সদর থানায় ১৯৯০ সালে এসআই পদে চাকুরী জিবন শুরু করেন। পরে তিনি সেখান থেকে স্বপদে বদলী হয়ে সিলেটের কোতোয়ালী থানায় চাকুরী করেন।

এরপর আবার পুনরায় ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ওসি হিসেবে পদন্নোতি পেয়ে যোগদান করেন।পরে তিনি এই ওসি পদেই বদলী হয়ে নবী নগর থানা, কসবা থানা ও আশু গঞ্জ থানায় চাকুরী করে বর্তমানে চাঁদপুরের ডিআইও-১ হিসেবে নতুন কর্মস্থল শুরু করেন। দাম্পত্য জিবনে আবু জাফরের স্ত্রী সাইকা সুলতানা (গৃহিণী) এবং ২ সন্তান রয়েছে।

তাদের মেয়ে মাহিয়ান মাহি নাসিরাবাদ সরকারি মহিলা কলেজে বিজ্ঞান বিভাগের একাদশ শ্রেণীতে এবং ছেলে জাওয়ান কেন্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের ১০ম শ্রেণীতে পড়ালেখা করছে। ডিএসবির এই কর্মকর্তা মোঃ আবু জাফরের সাথে ২৩ জুন রবিবার আলাপ হলে তিনি জানান, আমি সাম্প্রদায়িক-সম্প্রিতী রক্ষায় বিশেষ গুরুত্বের সাথে কাজ করি। নাসির নগরে মন্দির ভাঙ্গচুরের ঘটনায় দোষীদেরও আমি কঠোর শাস্তির আওতায় এনেছিলাম। আমি আমার পেশাগত দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করছি।

একই রকম খবর