স্টাফ রিপোর্টার : চাঁদপুরে “শপথ” নামে একটি সাপ্তাহিক পত্রিকার অনুমোদন দেয়া হয়েছে। চাঁদপুর জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান ডিক্লারেশন পত্র পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোঃ আবদুল কাদের (কাদের পলাশ) এর হাতে তুলে দেন। ০৫.৪২.১৩০০.০২৮.০৫.০০১.১৯.৪৪৫ স্মারকে রোববার সকাল সাড়ে ১১টায় ঘোষণা পত্রটি চাঁদপুর জেলা প্রশাসকের অফিস কক্ষে হস্তান্তর করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শওকত ওসমান, যমুনা টেলিভিশনের চাঁদপুর প্রতিনিধি শাহ মোহাম্মদ মাকসুদুল আলম, দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রকাশক ও সম্পাদক সোহেল রুশদী ,দৈনিক যুগান্তরের চাঁদপুর প্রতিনিধি মির্জা জাকির, কচুয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এডভোকেট মোঃ হেলাল উদ্দীন, ,সাপ্তাহিক চাঁদপুর কাগজের প্রকাশক ও সম্পাদক মুনওয়ার কানন, দৈনিক মেঘনা বার্তার প্রধান সম্পাদক জিএম শাহীন, চাঁদপুর কন্ঠের বার্তা সম্পাদক এ এইচ এম আহসান উল্ল্যাহ, দৈনিক ইলশেপাড়ের যুগ্ম সম্পাদক শাহাদাত হোসেন শান্ত, বৈশাখী টিভির চাঁদপুর প্রতিনিধি ওয়াদুদ রানা, নিউজ২৪ টিভির চাঁদপুর প্রতিনিধি খোকন কর্মকার, কবি ও প্রাবন্ধিক মুহাম্মদ ফরিদ হাসান, দৈনিক চাঁদপুর কন্ঠের হাজীগঞ্জ ব্যুারো ইনচার্জ কামরুজ্জামান টুটুল প্রমূখ।
সাপ্তাহিক শপথ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ আবদুল কাদের (কাদের পলাশ) বলেন, প্রতিটি গণমাধ্যমের সংবাদ স্টাইল একেক রকম হলেও সারবস্তু থাকে এক। সেক্ষেত্রে ভিন্ন আঙ্গিক উপস্থাপন করাই হবে ‘সাপ্তাহিক শপথ’ এর অঙ্গিকার। পুরো সপ্তাহজুড়ে ঘটে যাওয়া চলমান বিশেষ বিশেষ ঘটনা ছাড়াও উঠে আসবে জীবনগল্প। শীঘ্রই পত্রিকাটি বাজারে আসবে বলে জানান তিনি।