স্টাফ রিপোর্টার : দৈনিক আলোকিত চাঁদপুর পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ জাকির হোসেন এর বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কুরুচির্পূণ ও অশ্লিল ভাষায় পোষ্ট দেওয়ায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে। মামলার প্রেক্ষিতে দু’জনকে আটক করে চাঁদপুর জেল হাজতে পাঠানো হয়।
মামলার সম্পর্কে জেলা পুলিশ সুপার জিহাদুল কবির বিপিএম, পিপিএম এর সাথে আলাপকালে তিনি মামলা ও আটকের বিষয়টি নিশ্চিত করেন।
৫ জুলাই শুক্রবার চাঁদপুর মডেল থানায় সাংবাদিক জাকির হোসেন বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন। যার নং- ১০। মামলায় চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়নের সকদি পাঁচগাঁও গ্রামের মৃত শাহ আলম মজুমদারের ছেলে মহামায়া গরীব দুঃখি সঞ্চয় ঋণদান সমিতির সভাপতি সাইফুল ইসলাম মজুমদার রাজিবকে ১নং, মালিক সদস্য ফখরুল ইসলাম রাছেলকে ২নং ও সাকিবুল ইসলাম নিশানকে ৩নং বিবাদী করে এ মামলা দায়ের করা হয়।
এরই প্রেক্ষিতে শুক্রবার ফখরুল ইসলাম রাছেল ও সাকিবুল ইসলাম নিশানকে আটক করে চাঁদপুর মডেল থানা পুলিশ। পরে শনিবার তাদের আদালতে প্রেরণ করলে আদলত তাদেরকে জেল হাজতে প্রেরণ করে।
ঘটনা ও মামলা সূত্রে জানা যায়, দৈনিক আলোকিত চাঁদপুর পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ জাকির হোসেনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাইফুল ইসলাম মজুমদার (রাজিব) এর ব্যাবহৃত Saiful islam নামে ফেসবুক আইডি ও তার ভাই ফখরুল ইসলাম (রাছেল) এর ব্যবহৃত ‘সত্যের অনুসন্ধানে প্রতিধিন’ লাইক ফেইজ এবং সাকিবুল ইসলাম নিশানNishan Shakib এ সব আইডি থেকে অশ্লিল ভাষায় ছবি সহ কু-রুচিপূর্ণ বেশ কয়েকটি পোষ্ট দিয়েছেন।
গত ২১ জুন দুপুর ১২.৪৩ মিনিটে Saiful islam এর ফেসবুক আইডি থেকে “এই সেই মুখোশধারী সাংবাদিক জাকির, সন্ত্রাসীদের গডফাদার, মাদক ব্যবসায়ী, জুলুম কারী সাংবাদিক জাকির” শিরোনামে প্রথম পোষ্ট। ২৮ জুন বিকাল ৪.৪২ মিনিটে একই আইডি থেকে “সন্ত্রাসী, জঙ্গিবাদ, মাদক ব্যবসায়ী, অর্থ কেলেঙ্কারী দৈনিক আলোকিত চাঁদপুর পত্রিকার সম্পাদক জাকিরের বিচার চাই” শিরোনামে দ্বিতীয় পোষ্ট ও ২৮ জুন রাত ১০.৩৪ মিনিটে একই আইডি থেকে আরেকটি পোষ্ট করেন।
সাইফুলের ছোট ভাই ফখরুল ইসলাম রাছেল এর ব্যবহৃত ‘সত্যের অনুসন্ধানে প্রতিধিন’ নামক একটি লাইক ফেইজ থেকে ২৮ জুন সন্ধ্যা ৬.৩৫ মিনিটে ছবি সহ কু-রুচিপূর্ণ পোষ্ট করেন। এই পোষ্টটি সাইফুল ইসলাম রাজিবের আইডি থেকে ওই দিনই সন্ধ্যা ৬.৪৮ মিনিটে শেয়ার করেন। ২৯ জুন দুপুর ২.৩৭ মিনিটে অশ্লিল ভাষায় আরেকটি পোষ্ট করেন সত্যের অনুসন্ধানে প্রতিদিন লাইক ফেইজ থেকে। সেই পোষ্টটিও সাইফুল ইসলাম রাজিবের আইডি থেকে একইদিন দুপুর ২.৪০ মিনেটে শেয়ার করা হয়।
সাকিবুল ইসলাম নিশান তার আইডি থেকেও সাংবাদিক জাকির হোসেন এর বিরুদ্ধে ২৬ জুন সকাল ৭টা ১৪ মিনিটেও একটি পোষ্ট সহ পরবর্তীতে একাধিক পোষ্ট ও শেয়ার করেন।
সাংবাদিক জাকির হোসেন জানান, বিবাদীগণ উদ্দেশ্য প্রনোদিত ভাবে আমার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ সকল কু-রুচিপূর্ণ পোষ্ট করায় সামাজিক ভাবে আমার মান সম্মান ক্ষুন্ন হয়েছে। তারা প্রতিনিয়ত এই সকল পোষ্ট গুলো আমার ফেসবুক বন্ধুদের আইডিতে টেক করে যাচ্ছে। এতে করে আমাকে সমাজে হেয় প্রতিপন্ন করা হচ্ছে।
তিনি আরো জানান, বিষয়টি আমার নজরে আসলে আমি চাঁদপুর পুলিশ সুপার জিহাদুল কবির এর কাছে বিষয়টি অবহিত করলে তিনি চাঁদপুর মডেল থানার ওসি নাছিম উদ্দিনকে বিষয়টি তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেন।
চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ নাছিম উদ্দিন জানান, ঘটনার অভিযোগের ভিত্তিতে বিবাদীদের কাছ থেকে মোবাইল জব্দ করে ঘটনার সত্যতা প্রমানিত হওয়ায় মামলাটি রুজু করা হয় এবং এ বিষয়ে দুজনকে আটক করা হয়েছে। পরবর্তীতে আরো তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই মোঃ রেজাউল করিম ২ ও ৩নং বিবাদীর মোবাইল জব্দ করলে ঘটনা সত্বতা পাওয়ায় মামলা করে এবং দুই জনকে আটক করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা জানায়, আমরা মামলার ২ ও ৩নং বিবাদীকে আটক করেছি এবং ১নং বিবাদীকে আটক করার চেষ্ট চলছে।