চাঁদপুরে তৃতীয় লোকাল গর্ভন্যান্স সাপোর্ট প্রজেক্টের সমন্বয় সভা

স্টাফ রিপোর্টার ঃ চাঁদপুরে তৃতীয় লোকাল গর্ভন্যান্স সাপোর্ট প্রজেক্ট (এলজিএসপি-৩) এর জেলা সমন্বয় সভা (ডিসিডি) অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ আগস্ট) সকাল ১০টায় চাঁদপুর সদর উপজেলা পরিষদ হলরুমে এ সভা হয়।

চাঁদপুর, জেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, উপজেলা নির্বাহী অফিসার বৃন্দ এবং ডি, এফ, এলজিএসপি-৩, সাংবাদিক বৃন্দ ও জেলার ৮৯ টি ইউনিয়নের চেয়ারম্যান ও সচিব বৃন্দ উপস্থিতিতে এ সভা অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান।

তিনি বলেন, আসুন আমরা সবাই মিলে এমন কিছু করি যাতে এই ছোট ছোট প্রজেক্টের মাধ্যমে অতি সহজে সরকারের উন্নয়নকে তুলে ধরতে পারি। এ জন্য আমরা নিজেদের জন্যও বিভিন্ন কৌশল অবলম্বন করতে পারি। যাতে করে আপনাদের কাজগুলো দৃশ্যমান হয়। আর এ চাঁদপুরের জন্য আমরা সত্যিকার অর্থে কিছু করতে চাই। এদিকে আপনারা যারা জনপ্রতিনিধি রয়েছেন আপনারাও এমন কিছু করতে পারেন যাতে পরবর্তি প্রজন্ম ওই কজের মাধ্যমে আপনাদের মনে রাখতে পারে। দেশে এখন আমূল পরিবর্তন হয়েছে। তাই আমাদের চিন্তা ভাবনায়ও পরিবর্তন আনতে হবে।

এসময় চাঁদপুর জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান উপস্থিত ৮৯ টি ইউনিয়নের চেয়ারম্যান এবং সচিবদের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। তিনি এলজিএসপি-৩ এর আওতায় উদ্ভাবনমূলক নতুন নতুন উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের জন্য বিভিন্ন পরামর্শ দেন।

তিনি ইউনিয়ন পরিষদ আইন ও বিধিমালা এবং এলজিএসপি-৩ এর ম্যানুয়ালের যথাযথ অনুসরণ করে জন গুরুত্ব বিবেচনা করে উন্নয়ন প্রকল্প নির্বাচন ও বাস্তবায়নের মাধ্যমে বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার ব্যাপারে উপস্থিত সকলকে উদাত্ত আহবান জানান।

চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) মো. মঈনুল হাসানের সভাপতিত্বে ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমিন সুলতানার পরিচালনায়, বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা, কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলিমা আফরোজ, মতবল উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার, ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম মাহফুজুর রহমান, শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল্লা মারুফ, ডিস্ট্রিক ফ্যাসিলোটর নিকোলাস বিশ্বাস,এস এম শাহরিয়ার রহমান, চাঁদপুর জেলা যুব উন্নয়ন উপ পরিচালক মো. সামশুজ্জামানসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ।

একই রকম খবর

Leave a Comment