স্টাফ রিপোর্টার : চাঁদপুর জেলা ও দায়রা জজ মোঃ জুলফিকার আলী খাঁন বলেছেন, বিচার ব্যবস্থায় আরো সুযোগ সুবিধা বাড়াতে হবে। সেই লক্ষ্যে দেশ ও জাতির কল্যাণে সবাইকে একযোগে কাজ করতে হবে। মামলা দ্রুত নিষ্পত্তি করার কার্যক্রম শুরু করতে হবে।
২২ জুন শনিবার সকালে জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে ত্রৈমাসিক বিচার বিভাগীয় সম্মেলনে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, অবকাঠামোগত সমস্যার মধ্যেও কাজ করতে হবে। তবে এই সমস্যা রাষ্ট্রীয় তাই রাষ্ট্র এ বিষয়ে ব্যবস্থা নিবে। তবে আমাদের যা রয়েছে তা নিয়েই আগ্রহের সহিত এগিয়ে যেতে হবে।
তিনি আরো বলেন, কল্যাণজনকভাবে বিচার প্রক্রিয়া শেষ করতে হবে। এ ক্ষেত্রে দলিল ভিত্তিক সাক্ষির সামনে মৌখিক সাক্ষী তেমন কোন কাজে আসে না। আমরা সবাই মিলেমিশে কাজ করে যাবো এই হউক আমাদের অঙ্গিকার।
সভায় চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ নূরে আলম বলেন, ডাক্তাররা যেসব মামলায় জড়িত থাকেন। তাদের প্রতিদিন যাতে সে মামলায় সাক্ষী দিতে না হয়। সে ব্যবস্থা করতে হবে।ডাক্তারদের অনেকগুলো মামলা ১ দিনে সাক্ষীর ব্যবস্থা করলে ভালো হবে। এতে ডাক্তাররা তাদের পেশাগত কাজে চিকিৎসা সেবায় আরো বেশি সুযোগ পাবে।
তিনি আরো বলেন, মামলার চার্জশীট বেশি দেরি করে দেওয়া যাবে না।মামলার আয়ু যতটুকু সত্যতা পাবেন ঠিক ততটুকু দ্রুত সময়ের মধ্যে দিতে হবে। প্রতি সেক্টর থেকে সুফল পেতে কোনভাবেই মামলা ঝুলিয়ে রাখা যাবেনা।
যুগ্ম জেলা ও দায়রা জজ মিজানুর রহমান ভূঁইয়ার পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা জজ মোহাম্মদ সরওয়ার আলম, পুলিশ সুপার পদোন্নতি প্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার(অপরাধ ও প্রশাসন) মোঃ মিজানুর রহমান, জুডিসিয়াল ডিস্ট্রিক্ট জজ অরুন পাল, সিরজোম মুনীরা, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শফিউল আলম, মোঃ কামাল হোসাইন, জজ কোর্টের মোঃ সিরাজ উদ্দিন, ম্যাজিস্ট্রেট মোঃ হাসান জামান,
মোঃ কাফিল উদ্দিন, ফরিদগঞ্জের আসমা জাহান নিপা, শাহরাস্থির আলী নূর ইসলাম, সদরের মিথিলা রানী দাস, হাইমচরের সহকারী জজ মোঃ ইসমাইল, জেলা কারাগারের জেলার আবু মুছা, পিবিআই পুলিশ পরিদর্শক মীর মাহবুবুর রহমান, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর মোঃ মজিবুর রহমান, জেলা কোর্ট পুলিশের মোঃ হারুনুর রশীদ, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিশেষ পিপি মোঃ হাসিবুল ইসলাম তালুকদার,জেলা আইনজীবী সমিতির সাধারন সম্পাদক মোঃ শাহাদাত, চাঁদপুরের পিপি মোঃ আমান উল্লাহ প্রমুখ।