চাঁদপুর খবর রিপোর্ট : বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশান দিবস উপলক্ষে থিয়েটার ফোরাম, চাঁদপুরের আয়োজনে নাট্যশিল্পীদের অংশগ্রহণে থিয়েটার আড্ডা সম্পন্ন হয়েছে।
গতকাল ২৯ নভেম্বর মঙ্গলবার বিকেল ৫ টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে চাঁদপুর থিয়েটার ফোরামের আয়োজনে ও জেলা শিল্পকলা একাডেমির সহযোগিতায় বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশান ভুক্ত সদস্য সংগঠনসহ বিভিন্ন নাট্যদলের নাট্যশিল্পীদের অংশগ্রহণে থিয়েটার আড্ডা সম্পন্ন হয়।
চাঁদপুর থিয়েটার ফোরামের সভাপতি ও বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের কেন্দ্রীয় পরিষদ সদস্য (চট্টগ্রাম) চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক শহীদ পাটোয়ারীর সভাপতিত্বে ও চাঁদপুর থিয়েটার ফোরামের সাধারণ সম্পাদক ও বর্ণচোরা নাট্যগোষ্ঠী’র সভাপতি শুকদেব রায়ের সঞ্চালনায় বক্তারা বলেন, চাঁদপুরের প্রবীণ নাট্যজন আক্রাম খান গুরুতর অসুস্থ হয়ে শয্যাশায়ী রয়েছেন। তার চিকিৎসার্থে চাঁদপুরের সকল সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে কিছু করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বক্তারা বলেন, ১৯৮০ সালে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশান প্রতিষ্ঠা লাভ করে। সময়ের সিঁড়ি বেয়ে যা আজ ৪২ বছরে পূর্ণ হয়েছে। থিয়েটার আড্ডায় বিভিন্ন নাট্য সংগঠনের নাট্যশিল্পীরা তাদের স্মৃতিময় স্মরণীয় ঘটনাগুলো থিয়েটার আড্ডায় প্রকাশ করেন।
নাটকের অনুভুতি প্রকাশ করে স্মৃতিচারণ করেন অনন্যা নাট্যগোষ্ঠীর প্রতিষ্ঠাতা মুহাম্মদ হানিফ, সভাপতি শহীদ পাটোয়ারী ও হারুন আল রশিদ, বর্ণচোরা নাট্যগোষ্ঠীর সভাপতি শুকদেব রায় ও সাধারণ সম্পাদক শরীফ চৌধুরী, চাঁদপুর ড্রামার সভাপতি তপন সরকার ও সাধারণ সম্পাদক মানিক পোদ্দার, অনুপম নাট্যগোষ্ঠীর সাধারণ সম্পাদক গোবিন্দ মণ্ডল ও সহ-সভাপতি কার্তিক সরকার, বর্ণমালা থিয়েটারের সভাপতি হাবিবুর রহমান, স্বরলিপি নাট্যগোষ্ঠীর প্রতিষ্ঠাতা সভাপতি এম আর ইসলাম বাবু, অরূপ নাট্যদলের সাধারণ সম্পাদক সাধন দত্ত। এছাড়া স্মৃতিচারণ করেন অনন্যা’র সহ-সভাপতি জয়রাম রায়,
যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ আলমগীর, মহিলা সম্পাদিকা রুনা আক্তার আশা ও নাট্যশিল্পী ফাতেমাতুজ জোহরা, বর্ণচোরা নাট্যগোষ্ঠী’র যুগ্ম সাধারণ সম্পাদক নূরে আলম নয়ন, চাঁদপুর ড্রামার সহ-সভাপতি ফারুক হোসেন ভূইয়া, অনুপম নাট্যগোষ্ঠীর সদস্য আঃ রশিদ, মেঘনা থিয়েটারের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হারুনুর রশীদ ডাক্তার, স্বরলিপি নাট্যদলের সদস্য তাফাজ্জল হোসেন তাফু।
এ সময় উপস্থিত ছিলেন বর্ণমালা থিয়েটারের সাধারণ সম্পাদক মাহবুুব আলম, অনন্যা নাট্যগোষ্ঠীর নাট্যবিষয়ক সম্পাদক জসীম মেহেদী, সদস্য হৃদয় কর্মকার, বর্ণচোরা নাট্যগোষ্ঠীর সিনিয়র সদস্য অরুণ সরকার, চাঁদপুর ড্রামার কৃষ্ণ গোপাল সরকার,
অরূপ নাট্যগোষ্ঠীর অহিদ সরকার, বর্ণচোরা নাট্যগোষ্ঠীর নাট্যশিল্পী আছমা আক্তার, স্বরলিপি নাট্যগোষ্ঠীর সাধারণ সম্পাদক শেখ আল মামুন প্রমুখ।