স্টাফ রিপোর্টার: চাঁদপুরে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির এক জরুরি সভা বুধবার (১৭ জুলাই) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
চাঁদপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ শওকত ওসমানের সভাপতিত্বে সভায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো: আবু রায়হান, অতিরিক্ত পুলিশ সুপার মো: আসাদুজ্জামান, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা, মো: জাকির হোসাইন বক্তব্য রাখেন।
সভায় বক্তাগণ বলেন, চাঁদপুরে বর্তমানে মেঘনা নদীর কিছুটা ভাঙ্গন রয়েছে। মেঘনা ও পদ্মা নদীর পানি এখনো বিপদ সীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে সম্ভাব্য বন্যা ও দুর্যোগ মোকাবেলায় এ জেলায় পর্যাপ্ত জিইও ব্যাগ, সিসি ব্লক, চাল, টিন, শুকনো খাবার ও নগদ টাকা মজুদ রয়েছে।
এ ছাড়াও ২ শতাধিক মেডিক্যাল টিম গঠন করা হয়েছে। জেলা ও সকল উপজেলায় নিয়ন্ত্রন কক্ষ খোলা হয়েছে।