চাঁদপুরে দৈনিক ইত্তেফারের ৬৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার : ঐতিহ্যবাহী দৈনিক ইত্তেফাক পত্রিকার ৬৭ বছরে পদার্পন উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যায় চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে এক আলোচনা সভা ও কেক কাটা হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের সভাপতি শহীদ পাটওয়ারী ।

দৈনিক ইত্তেফাকের চাঁদপুর জেলা প্রতিনিধি গোলাম কিবরিয়া জীবনের পরিচালনায় বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লক্ষন চন্দ্র সুত্রধর,সাহিত্য একাডেমির মহাপরিচালক কাজী শাহাদাত, চ্যানেল আই এর ষ্টাফ রিপোর্টার ইকরাম চৌধুরী, দৈনিক সমকালের জেলা প্রতিনিধি ইকবাল হোসেন পাটওয়ারী, দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সম্পাদক সোহেল রুশদী, দৈনিক মেঘনা বার্তার সম্পাদক গিয়াস উদ্দিন মিলন, দৈনিক চাঁদপুর প্রবাহের ভারপ্রাপ্ত সম্পাদক রহিম বাদশা, দৈনিক চাঁদপুর সংবাদের সম্পাদক আবদুর রহমান,চাঁদপুর টেলিভিশন ফোরামের সভাপতি ও সম্পাদক যথাক্রমে আল ইমরান শোভন ও রিয়াদ ফেরদৌস, দৈনিক আলোকিত চাঁদপুরের সম্পাদক জাকির হোসেন, সাপ্তাহিক চাঁদপুর সকাল পত্রিকার সম্পাদক মোশারফ হোসেন লিটন, সাপ্তাহিক চাঁদপুর কাগজ পত্রিকার সম্পাদক মনোয়ার কানন সহ চাঁদপুরের অন্যান্য সাংবাদিকবৃন্দ।

সভায় বক্তাগণ তাঁদের বক্তব্যে স্বাধীনতা সংগ্রামে দৈনিক ইত্তেফাকের অবদান ও নির্বিক সাংবাদিকতার উপর বিস্তারিত আলোচনা করেন এবং এ পত্রিকাটির দীর্ঘয়ু কামনা করেন।

আলোচনা শেষে পত্রিকাটির পক্ষ থেকে উপস্থিত সকলকে সাথে নিয়ে একটি বিরাট কেক কাটা হয়।

একই রকম খবর