চাঁদপুর খবর রির্পোট: সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের অর্থায়নে নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত ভিটামাটিহীন, ক্ষতিগ্রস্ত ও বস্তিবাসীদের গৃহনির্মাণ কর্মসূচি বাস্তবায়ন সংক্রান্ত চাঁদপুর জেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ২০ জুলাই (বুধবার) সকাল সাড়ে ৯ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক কামরুল হাসান এর সভাপতিত্ব এ সভা অনুষ্ঠিতত হয়।
সভায় চাঁদপুর সদর, মতলব উত্তর এবং হাইমচর উপজেলায় নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত ভিটামাটিহীন, ক্ষতিগ্রস্ত ও বস্তিবাসীদের ২ টি করে মোট ৬ টি গৃহনির্মাণের অনুদান বরাদ্দসহ কতিপয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহন করা হয়।
জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ ইমতিয়াজ হোসেন, চাঁদপুর জেলা সমাজসেবা কার্যালয় এর উপ-পরিচালক রজত শুভ্র সরকার, চাঁদপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ নূরুল ইসলাম নাজিম দেওয়ান, গণপূর্ত বিভাগ, এলজিইডি, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, চাঁদপুর এর প্রতিনিধি ও মহোদয় সভায় উপস্থিত ছিলেন।