চাঁদপুরে নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে মতবিনিময়

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে নারী ও শিশুর প্রতি সহিংসতা এবং বাল্যবিবাহ রোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ২০জুন (সোমবার) চাঁদপুর সার্কিট হাউজের সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর পুলিশ সুপার মো: মিলন মাহমুদ বিপিএম (বার)।

এসময় সভায় চাঁদপুর জেলা আওয়ামীলীগের সভাপতি নাছির উদ্দিন, সেক্রেটারী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবূ নঈম পাটওয়ারী দুলাল পাটওয়ারীসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

একই রকম খবর