চাঁদপুর খবর রির্পোট: সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন চাঁদপুর জেলা সমাজসেবা অধিদফতর কর্তৃক বাস্তবায়িত নিউরো-ডেভেলপমেন্ট প্রতিবন্ধী সুরক্ষা ট্রাষ্টের আওতায় অসচ্ছল নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী (এনডিডি) ব্যক্তিদের চিকিৎসা সহায়তা অনুদান প্রদানের জন্য নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাষ্ট বিষয়ক চাঁদপুর জেলা কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ১২ মে (বৃহস্পতিবার) সকাল ১০ টায় চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক সাবিক ইমতিয়াজ হোসেনের পরিচালানায় কমিটির সদস্যগন অংশ নেন ।
সভার সদস্যগণ হলেন, ১। চাঁদপুর জেলা প্রশাসক, ২। চাঁদপুর সিভিল সার্জন, ৩। জেলা লিগ্যাল এইড অফিসার ( সিনিয়র সহকারী জজ) চাঁদপুর ৪। ডাঃ সৈয়দা বদরুন্নাহার চৌধূরী, ৫। আলহাজ্ব আবু নঈম পাটওয়ারী দুলাল, ৬। অ্যাডভোকেট ইয়েদুল ইসলাম বাবু ( পিপি নারী ও শিশু নির্যাতন বিশেষ ট্রাইবুন্যাল, ৭। জেলা শিক্ষা অফিসার, ৮। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, ৯। উপ-পরিচালক, জেলা মহিলা বিষয়ক কার্যালয়, ১০। প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র চাঁদপুর, ১১। তাজুল ইসলাম মজুমদার, ১২। সুফী খায়রুল আলম খোকন, বুদ্ধি প্রতিবন্ধী স্কুল কমিটি।
সভায় বিষয় ছিল সমাজকল্যান মন্ত্রণালয়ের আওতাধীন নিউরো-ডেভেলপমেন্ট প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্টের আওতায় ২০২১–২০২২ অর্থ বছরে অসচ্ছল নিউরো-ডেভেলপমেন্ট প্রতিবন্ধী (এনডিডি) ব্যক্তিদের চিকিৎসা সহায়তা অনুদান প্রদানের সংশ্লিষ্ট ট্রাষ্ট হতে ৩১টি আবেদনপত্র প্রেরণের নির্দেশনা রয়েছে।
চাঁদপুর সদর উপজেলা ও পৌরসভা হতে মোট ৯২জন ব্যক্তির নিকট থেকে আবেদনপত্র পাওয়া যায়। আবেদনপত্র সমূহ যাচাই বাচাই ও পরবর্তী করণীয় নির্ধারণ করা জয়।
সভায় চাঁদপুর সদর উপজেলা থেকে ১৯টি, চাঁদপুর পৌর সভা হতে-১৯টি, কচুয়া উপজেলা হতে-২২টি, শাহরাস্তি উপজেলা হতে ৩টি, হাজীগঞ্জ উপজেলা হতে-২টি, মতলব (দঃ) উপজেলা হতে-১২টি, ফরিদগঞ্জ উপজেলা হতে-১টিসহ মোট-৭৮টি আবেদন পাওয়া যায়। এনডিডি নয় এমন আবেদন পাওয়া গেছে-৭টি, গত বৎসর অনুদান পেয়েছে আবেদন সংখ্যা-৭টিসহ সর্বমোট-৯২টি।