স্টাফ রিপোর্টার : ‘পথ যেনো হয় শান্তির, মৃত্যুর নয়’ এই প্রতিপাদ্যকে ধারন করে নিরাপদ সড়ক চাই (নিসচা) চাঁদপুর জেলা শাখার বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে চাঁদপুর শহরের হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠে লাগামহীন সড়ক দূর্ঘটনারোধে প্রশাসন ও সরকারের কার্যকর ভ‚মিকার দাবিতে মানববন্ধন কর্মসূচিতে বিভিন্ন পেশাজীবী ও স্কুল-কলেজের শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দ অংশ গ্রহন করে।
নিরাপদ সড়ক চাই (নিসচা) চাঁদপুর জেলা শাখার সভাপতি এমএ লতিফের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচির আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ শওকত ওসমান। তিনি তাঁর বক্তব্যে বলেন, নিরাপদ সড়ক বাস্তবায়নে সরকার পদক্ষেপ গ্রহন করেছেন। প্রতিটি সড়ক নিরাপদ করতে হলে, আগে আমাদেরকে সচেতন থাকতে হবে। নিরাপদ সড়ক বাস্তবায়নে স্কুল শিক্ষার্থীরা বিভিন্ন ভ‚মিকা পালন করতে হবে।
তিনি আরো বলেন, চাঁদপুর-কুমিল্লা মহাসড়ক আগে নিরাপদ করতে হবে। শুধুমাত্র চালককে সচেতন হলে হবে না। সড়ক, যানবাহন এবং পথচারীদেরকে সতর্ক থাকতে হবে। আমরা সকলে মিলে পারি একটি নিরাপদ সড়ক গড়ে তুলতে। আসুন আমরা সকলের সম্মলিত প্রচেষ্টায় একটি সুন্দর সমাজ গড়তে নিরাপদ সড়ক বাস্তবায়ন করি। তাহলেই আমাদের দেশ দ্রæত এগিয়ে যাবে।
নিরাপদ সড়ক চাই (নিসচা) চাঁদপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মুসাদ্দেক আল আকিবের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার কানিজ ফাতেমা, স্বাধীনতা পদক প্রাপ্ত মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুনাহার চৌধুরী, ট্রাফিক ইন্সপেক্টর ফয়সাল।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি মুহাম্মদ আ রহমান, সহ-সম্পাদক, মো. শাহআলম, প্রচার সম্পাদক সাইফুল ইসলাম আকাশ, দপ্তর সম্পাদক মোখলেছুর রহমান লিটন, অর্থ সম্পাদক, সুজয় চৌধুরী লিটন, সাস্কৃতিক সম্পাদক নাহিদা রহমান সেতু, প্রকাশনা সম্পাদক আ. খালেক, ক্রীড়া সম্পাদক ফরহাদ আলম, কার্যকরি সদস্য শরীফুল ইসলাম, সদস্য, সহকারি অধ্যাপক মোহাম্মদ কামরুল হাছান, অমিত সরকার, মো. লিটন গাজী, রুবেল বেপারী, এফ আর নিশাত, মামুন শনি।