স্টাফ রিপোর্টার : নৌযান শ্রমিকদের বেতন-ভাতা বৃদ্ধি, নিরাপত্তা, নৌপথে চাঁদাবাজি বন্ধসহ ১১ দফা দাবিতে চাঁদপুরসহ সারাদেশব্যাপি চলছে শ্রমিকদের কর্মবিরতি।
মঙ্গলবার রাত ১২টার পর থেকে সারাদেশের লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। এ কারণে চাঁদপুর থেকে নারায়নগঞ্জ ও ঢাকা রুটে কোনো লঞ্চ ছেড়ে না যাওযায় বিপাকে পড়েছে লঞ্চযাত্রীরা।
বিশেষ করে চাঁদপুর ও দক্ষিণাঞ্চলের ল²ীপুর, রায়পুর, নোয়াখালীসহ হাজার হাজার নৌরুটে যাতায়াত করতে না পারায় চরম ভোগান্তিতে পড়েছে যাত্রীরা।
ভোরে চাঁদপুর নৌ টার্মিণালে অনেক যাত্রীকে লঞ্চ না পেয়ে ঘাটেই অপেক্ষা করতে দেখা যায়।
বাংলাদেশ নৌ যান শ্রমিক ফেডারেশন চাঁদপুর জেলা শাখার সভাপতি হারুনুর রশিদ জানান, তাদের ১১দফা বাস্তবায়ন না করা হলে এই কর্মবিরতি চলবে।
চাঁদপুর বাবুরহাট এলাকার লঞ্চযাত্রী ইলিয়াস আলী বলেন, কোন ঘোষণা ছাড়াই এভাবে লঞ্চ চলাচল বন্ধ রাখায় বিভিন্ন এলাকা থেকে আগত শতশত যাত্রী চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে।
এ বিষয়ে কয়েকজন যাত্রী জানায়, আমরা ঢাকা যাওয়ার জন্য আসছি। কিন্তু এখন দেখি সব ধরনের নৌ যান চলাচল বন্ধ। কোন প্রকার ঘোষণা ছাড়া এ ধরনের কর্মবিরতি আমাদেরকে চরম ভোগান্তিতে ফেলছে।
অপরদিকে নৌ শ্রমিক নেতারা বলছে, দীর্ঘ দু’বছর মালিকপক্ষ দাবি পূরণ করবে করবে বলে প্রতিশ্রæতি দিলেও তা বাস্তবায়ন করেনি। তাই দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে বলে জানান এ নেতা।
চাঁদপুর নৌ থানার ওসি আবু তাহের জানান, ১১ দফা দাবি আদায়ের লক্ষ্যে নৌ কর্মচারিরা কর্মবিরতি পালন করছে। এখনো পর্যন্ত আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।