চাঁদপুরে পদ্মা ইসলামী লাইফ ইনস্যুরেন্সের বিরুদ্ধে বিস্তর অভিযোগ !

চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুরে পদ্মা ইসলামী লাইফ ইনস্যুরেন্সের বিরুদ্ধে একের পর এক অভিযোগ আসছে।

অভিযোগের পাহাড় জমেছে। অধিকাংশ অভিযোগই হচ্ছে পলিসি মেয়াদ শেষ হওয়ার পরও বীমার টাকা পরিশোধ করছে না পদ্মা ইসলামী লাইফ ইনস্যুরেন্স। প্রতিদিনই চাঁদপুর শহরের পুরাতন আদালত পাড়া এলাকায় অবস্থিত চাঁদপুর শাখা অফিসে বীমা গ্রাহকদের ভিড় বাড়ছে।

গ্রাহকরা বীমার টাকা চাইতে গেলে চাঁদপুর অফিস থেকে উল্টো প্রাননাশের হুমকি-ধামকি দিয়ে বিদায় করা হচ্ছে অভিযোগ উঠেছে । বীমা গ্রাহকদের নাজেহাল হতে হয় । বাধ্য হয়ে গ্রাহকরা চাঁদপুর মডেল থানায় জিডিএন্টি দায়ের করছে । এ পর্যন্ত চাঁদপুরে পদ্মা ইসলামী লাইফ ইনস্যুরেন্সের বিরুদ্ধে অন্তত: ১০ থেকে ১২ টি জিডিএন্টি দায়ের করা হয়েছে ।

চাঁদপুর মডেল থানার ওসি আব্দুর রশিদ দৈনিক চাঁদপুর খবরকে জানান,বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করে দেখবো । সেই সাথে বীমা গ্রহকরা যাতে তাদের ন্যায্য টাকা প্রেরত পায় তার নিশ্চিত করা হবে ।
এই মধ্যে চাঁদপুর শাখার ম্যানেজার আরিফুল ইসলাম অসুস্থতার কথা বলে পালিয়ে বেড়াচ্ছে।

গতকাল ১২ ফেব্রুয়ারী পর্যন্ত দৈনিক চাঁদপুর খবর পত্রিকা অফিসে বীমা গ্রাহকদের অভিযোগ জমা পড়েছে ভোক্তভোগী বীমা গ্রাহকদের। বীমা গ্রাহকদের মধ্যে অভিযোগকারীরা হলেন বীমা গ্রাহক
রাবেয়া বেগম, স্বামী-মৃত মনির হোসেন, রোকেয়া বেগম, স্বামী-মিন্টু তপদার, মানিক বেপারী, পিতা- কালু বেপারী, হাসিনা বেগম, স্বামী-আবু তাহের মিজি, মাহফুজা বেগম, স্বামী-বিল্লাল মিজি, নাছিমা বেগম, স্বামী-মাহফুজ চৌধুরী, মোসাঃ কাজলী বেগম, স্বামী-আলমগীর চৌধুরী সর্ব সাং-বড় শাহতলী, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন, চাঁদপুর সদর। এসব বীমা গ্রাহকরা পত্রিকা অফিসে অভিযোগ করেছে ।

অভিযোগ উঠেছে বছরের পর বছর চাঁদপুরে পদ্মা ইসলামী লাইফ ইনসিওরেন্সের মেয়াদোত্তর দাবী পরিশোধে টালবাহানা করছে। পলিসি মেয়াদ শেষ হওয়ার ৬ থেকে ৭বছর অতিবাহিত হলেও বীমা গ্রাহকদের দাবী পরিশোধ করছে না চাঁদপুরে পদ্মা ইসলামী লাইফ ইনসিওরেন্স লি:। নানা প্রতারনার আশ্রয় নিয়েছে পদ্মা ইসলামী লাইফ ইনসিওরেন্স লি:। উল্টো পদ্মা ইসলামী লাইফ ইনসিওরেন্স লি: এর পক্ষ থেকে হয়রানি ও হুমকি-ধামকি দিচ্ছে বীমা গ্রাহকদের। নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে বীমা গ্রাহকরা।

এ ব্যাপারে গতকাল ১২ফেব্রুয়ারী (রবিবার) চাঁদপুর মডেল থানায় জিডি এন্টি দায়ের করা হয়েছে। জিডি নং-৭৭৫, তারিখঃ ১২/০২/২০২৩খ্রি.। জিডিটি দায়ের করেন জনৈক বীমা গ্রহীতাদের পক্ষে নীলুফা বেগম, পিতা-ইসলাম খান, মাতা-রুজিনা বেগম, ঠিকানাঃ গ্রামঃ বড় শাহতলী, ডাকঘর ঃ শাহতলী, উপজেলাঃ চাঁদপুর সদর, জেলা ঃ চাঁদপুর।

জিডিতে বিবাদী করা হয়: পদ্মা ইসলামী লাইফ ইনসিওরেন্স লি: এর চাঁদপুর ব্যাঞ্চ এর ম্যানেজার মো: আরিফুল ইসলাম, সহকারি মোহন, সহকারি মমিন, সহকারি আলমগীর সর্ব পিতা-অজ্ঞাত।

চাঁদপুর মডেল থানায় জিডিতে বাদী নিলুফা বেগম জানান, আমার মাধ্যমে আমার গ্রামের প্রতিবেশী রাবেয়া বেগম, স্বামী-মৃত মনির হোসেন, রোকেয়া বেগম, স্বামী-মিন্টু তপদার, মানিক বেপারী, পিতা- কালু বেপারী, হাসিনা বেগম, স্বামী-আবু তাহের মিজি, মাহফুজা বেগম, স্বামী-বিল্লাল মিজি, নাছিমা বেগম, স্বামী-মাহফুজ চৌধুরী, মোসাঃ কাজলী বেগম, স্বামী-আলমগীর চৌধুরী সর্ব সাং-বড় শাহতলী, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন, চাঁদপুর সদর যথাক্রমে বিগত ২০০৮ ও ২০১০ সালে পদ্মা ইসলামী লাইফ ইনসিওরেন্স লি: এর চাঁদপুর কার্যালয়ে তাদের স্ব স্ব নামে ৭টি বীমা পলিসি করেন। যার পলিসি নম্বর যথাক্রমে: ১। ২০১১৫০১৫৮৩.৪, ২। ২০১১৫০১৩০৭.৮, ৩। ১৪১৩০০১৭৪৫.৩, ৪। ২০১১৫০১৭১২.৯, ৫। ২০১১৫০১০৫৫.৩, ৬।

২৩৩৭০১৩০০০০-২০, ৭। ২০১১৫০০০৩৬। বীমা মেয়াদ ১০বছর ধরে তারা ৭জনই উক্ত বীমা কোম্পানির নির্ধারিত নিয়মে যথাসময়ে নিয়মিত বীমার কিস্তিসমূহ প্রদান করেন। বিগত ২০১৮ইং ও ২০২০ইং সালে উক্ত বীমা পলিসিগুলোর মেয়াদ উত্তীর্ণ হয়। দীর্ঘ ১০বছরে উক্ত ৭টি বীমা পলিসির হিসাব নম্বরে বীমা কিস্তি প্রদানের পরিমান দাড়ায় যথাক্রমে ০১। ২৪৩৬০টাকা ০২। ৪৮০০০টাকা ০৩। ৪৮০০০টাকা ০৪।

২৪০০০টাকা ০৫। ২৪০০০টাকা ০৬। ১২০০০টাকা ০৭। ১১০০০টাকা। বীমার মেয়াদ পূর্ন হওয়ায় তাদের বীমার পাওনাকৃত টাকাসমূহ উত্তোলনের জন্য পদ্মা ইসলামী লাইফ ইনসিওরেন্স লি: চাঁদপুর শাখার ম্যানেজার ও সহকারি গণের সাথে যোগাযোগ করলে তারা এখন অব্দি দেই দিচ্ছি বলে বিভিন্ন প্রকার তালবাহানা ও অজুহাত দেখিয়ে গত ৪বছর ধরে তাদের পাওনাকৃত টাকা দিচ্ছে না এবং হয়রানি করে যাচ্ছে।

জিডিতে আরো উল্লেখ করে ১২/০২/২০২৩ইং তারিখে তারা সাতজন গ্রাহক বীমা অফিসে গিয়ে ম্যানেজার ও সহকারিগণের নিকট বীমা টাকা দাবি করলে তারা বীমা গ্রহীতাদের অকথ্য ভাষায় গাল মন্দ শুরু করে এবং বীমার টাকা দিতে অস্বীকৃতি জানায়।

একপর্যায় তাদেরকে জোরপূর্বকভাবে ধাক্কা দিয়ে বীমা অফিস থেকে বের করে দেয় এবং হুমকি দিয়ে বলে যদি পুনরায় টাকা চাইতে আসে তাহলে তাদেরকে মেরে ফেলবে। এমনকি পাওনাকৃত টাকা দিবেনা বলে হুমকিও প্রদান করে।

এ ব্যপারে দুপুর ১২টায় পদ্মা ইসলামী লাইফ ইনসিওরেন্স লি: চাঁদপুর শাখার ম্যানেজার দৈনিক চাঁদপুর খবরকে জানান, আমি আজকেই চাকুরী ছেড়ে দিব। নতুন যিনি দায়িত্বে আসবে, আপনারা তার কাছে পাওনা টাকা চাইবেন। আমাদের হেড অফিস থেকে টাকা দিচ্ছে না, তাই আমরা পাওনা টাকা পরিশোধ করব না। তবে বীমা গ্রাহকদের দাবী সঠিক।

একই রকম খবর