চাঁদপুরে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে প্রস্তুতি সভা

গাজী মোঃ ইমাম হাসান : চাঁদপুরে ঈদুল আযহা উপলক্ষে প্রস্তুতি সভা গতকাল রোববার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

সভাপতির বক্তব্যে চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শওকত ওসমান বলেন, যানজট নিরসনে, বিশৃঙ্খলা এড়াতে কোনোভাবেই সড়কের পাশে কোরবানির পশুরহাট বসতে দেয়া হবে না। ঈদকে ঘিরে লঞ্চঘাট, রেলস্টেশন, বাসটার্মিনালসহ গুরুত্ব্পূর্ণ পয়েন্টে যাত্রী হয়রানি রোধে ব্যবস্থাগ্রহণ করা হবে। ঈদকে সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে।

এছাড়া চাঁদপুরে যানযট নিরসনে ট্রাফিক পুলিশও তাদের দায়িত্ব যথাযত ভাবে পালন করছেন।ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিগ্ন করতে লঞ্চঘাটে কুলিদের যাত্রী হয়রানী ও সিএনজির অতিরিক্ত ভাড়া আদায় রোধ করতে কাজ করবে প্রশাসন।

তিনি আরো বলেন পবিত্র ঈদুল আযহাকে কেন্দ্র করে সড়কে পশুর হাট বসতে দেওয়া হবে না।আর পবিত্র ঈদুল আযাহার জামাতের সময় আমরা পরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেব।

সভায় আরো বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোঃ খলিলুর রহমান, জেলা প্রাণি সম্পদ অফিসার ডাঃ মোঃ বখতিয়ার উদ্দিন,কোস্টগার্ডের নৌ কমান্ডার ফয়সাল বীন রসীদ, জেলা পূজা উৎযাপন পরিষদের সভাপতি বাবু সুভাষ চন্দ্র প্রমুখ। উপস্থিত ছিলেন প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

একই রকম খবর