চাঁদপুরে পর্যাপ্ত লবন মজুদ রয়েছে : ডিসি মোঃ মাজেদুর রহমান খান

ইব্রাহিম খান : চাঁদপুরে জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান বলেছেন, জেলায় পর্যাপ্ত চাল ও লবনসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য মজুদ রয়েছে।তাই সব রকমের গুজব সম্পর্কে সতর্ক অবস্থানে থাকতে হবে। গুজবে কান দিবেন না । গুজবের মাধ্যমে কেউ যাতে ফায়দা লুটতে না পারে সে ব্যপারে জেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।

১৯ নভেম্বর মঙ্গলবার বিকাল সাড়ে ৪ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চাঁদপুরের স্থানীয় পত্রিকার সম্পাদক , সিনিয়র সাংবাদিক ও ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন,বাজার ব্যবস্থায় সব রকমের অপকর্ম ঠেকাতে আমরা মনিটরিংয়ে রয়েছি।কোনভাবেই দুষ্টচক্রকে এদেশে পার পেতে দেওয়া যাবে না।দৃঢ়ভাবে বলতে চাই বাজারে পর্যাপ্ত মজুদ রয়েছে লবন,চাল ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য।তাই শুধুমাত্র সচেতন নাগরিকের দায়িত্ব পালন করলেই গুজব বন্ধ করা যাবে।

এ সময় চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি)উপ-সচিব মোহাম্মদ শওকত ওসমানের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন এন এস আই চাঁদপুরের যুগ্ম পরিচালক মোঃ আজিজুল হক, চাঁদপুর পুলিশ সুপার পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান,জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল, চাঁদপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক লক্ষণ চন্দ্র সূত্রধর, দৈনিক চাঁদপুর খবর প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক ইকরাম চৌধুরী, দৈনিক চাঁদপুর প্রতিদিনের সম্পাদক ও প্রকাশক ইকবাল হোসেন পাটওয়ারী,দৈনিক চাঁদপুর খবর পত্রিকার সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী, যুগান্তরের জেলা প্রতিনিধি মির্জা জাকির, সময় টিভির স্টাফ রিপোর্টার ফারুক আহমেদ ,দৈনিক মতলব আলোর প্রধান সম্পাদক কে এম মাসুদ ,চ্যানেল ডিবিসির জেলা প্রতিনিধি তালহা জুবায়ের, চাঁদপুর চেম্বার অব কমার্সের সহ-সভাপতি সুভাষ চন্দ্র রায়,জেলা চালকল মালিক সমিতির সভাপতি হাজী কাশেম গাজী, জেলা মার্কেটিং অফিসার এনএম রেজাউল ইসলাম, জেলা লবন কমিটির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদসহ অন্যান্যরা।

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব ) আব্দুল্লাহ আল মাহমুদ জামান , অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো:জামাল হোসেন , অতিরিক্ত জেলা প্রশাসক (সাবিক ) এসএম জাকারিয়া, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী শাহাদাত, সাংবাদিক শাওন পাটওয়ারী ও ইব্রাহীম খান ।

একই রকম খবর