স্টাফ রিপোটার : চাঁদপুরের সাপ্তাহিক ‘‘পাঠক সংবাদ” পত্রিকার ২য় বর্ষপূর্তি উপলক্ষে ১৯ জুন মঙ্গলবার বিকেল ৪ টায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে কেক কাটা, আলোচনা সভা, গুণীজন সংবর্ধনা ও মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- চাঁদপুরের পুলিশ সুপার শামসুন্নাহার পিপিএম। তিনি তাঁর বক্তব্যে বলেন- পাঠক সংবাদ পত্রিকাটি সবসময় বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমাদের পাশে থাকবে। সংবাদ আর আমরা সকলেই একে অপরের পরিপূরক। এই পত্রিকাটি যেন আরো অনেক দূরে এগিয়ে যেতে পারে সেজন্য আমাদের পুলিশ প্রশাসন সার্বিক সহযোগিতা করবে। চাঁদপুরে সাংবাদিকদের মধ্যে ঐক্য রয়েছে। এটি একটি ভালো দিক। এখানকার সাংবাদিকরা প্রচুর পরিশ্রম করে থাকেন। তারা সত্য এবং জনতার কথা বলতে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে। চাঁদপুর থেকে প্রতিনিয়ত অনেকগুলো পত্রিকা প্রকাশিত হচ্ছে। দৈনিক পত্রিকাগুলোর পাশাপাশি এখানে বেশ কিছু সাপ্তহিক পত্রিকাও প্রকাশিত হয়ে থাকে। এই সকল পত্রিকাগুলো সরাসরি পাঠকদের সাথে সম্পৃক্ত। আজকে পাঠক সংবাদের ২য় বর্ষপূর্তি। আর এই পত্রিকাটি মাত্র দুই বছরের মধ্যে পাঠকদের হৃদয়ে স্থান করে নিয়েছে। আমি এবং চাঁদপুর জেলার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পত্রিকাটির সাবিক সাফল্য কামনা করছি।
পাঠক সংবাদ পত্রিকার প্রতিষ্ঠাতা প্রকাশক মোঃ আব্দুস ছামাদ মাস্টারের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সম্পাদক রোটাঃ মোঃ সাইফুল ইসলাম রণি ও নিবাহী সম্পাদক আরিফুল ইসলাম শান্তর যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক মোঃ জাকির হোসেন রাজু, হাজীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক আঃ রশিদ মজুমদার, মতলব দক্ষিণ উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক সিরাজুল মোস্তফা তালুকদার, আইএফআইসি ব্যাংক এর ভাইস প্রেসিডেন্ট মোঃ সেলিম তালুকদার, আন্তজার্তিক মানবাধিকার সংগঠন (আইএইচআরও) বাংলাদেশের চার্টার প্রেসিডেন্ট এস. এম. সেলিম রেজা, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ ইকবাল হোসেন পাটওয়ারী।
এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-জাতীয় দৈনিক আমার সংবাদ পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক ও চিত্রনায়ক রাশেদ মোর্শেদ, অনুষ্ঠান উদযাপন কমিটি ও ডাঃ আব্দুল হাই ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব ডাঃ মোঃ আব্দুল হাই, কচুয়া পৌর আওয়ামীলীগের আহবায়ক ও দৈনিক আলোকিত চাঁদপুর পত্রিকার উপদেষ্টা আক্তার হোসেন সোহেল ভূইয়া, দৈনিক আলোকিত চাঁদপুর পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ জাকির হোসেন।
এসময় উপস্থিত ছিলেন- চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্টেট মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ, আর্ন্তজাতিক মানবাধিকার কমিশন চাঁদপুর জেলা শাখার সভাপতি গাজী রহমত উল্লাহ, সাধারণ সম্পাদক মোঃ ইমাম হোসেন, গ্রীন বাংলা নিউজের সম্পাদক মোঃ আশিক খান, বার্তা সম্পাদক তানিয়া খান, বিশিষ্ট সমাজ সেবক ও দানবীর সিরাজুল ইসলাম প্রমুখ।
অতিথিদের বক্তব্য শেষে পাঠক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে চাঁদপুর জেলার শিক্ষা, সাংস্কৃতি, সাহিত্য, সমাজসেবা, চিকিৎসা সেবা, জনসেবাসহ বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় গুণীজনদের সংবর্ধনা ক্রেস্ট প্রদান করা হয়। সব শেষে ঢাকা থেকে আগত শিল্পী, কৌতক অভিনেতা, চাঁদপুরের রংধনু সৃজনশীল নাট্য সংগঠন ও মতলবের বাংলা মা সাংস্কৃতিক সংগঠনের শিল্পীদের পরিবেশনা মনোঙ্গ সাংস্কৃতিক ও নৃত্যানুষ্ঠান পরিবেশিত হয়।
সাবিক ব্যবস্থাপনায় ছিলেন- পাঠক সংবাদের প্রধান সম্পাদক এম. আলমগীর হোসাইন খান ,উপদেষ্টা সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, যুগ্ম সম্পাদক (আঃ) প্রাপ্ত সেনাকর্মকর্তা মোঃ আলী আক্কাস তালুকদার, সহ-সম্পাদক মোঃ ফিরোজ আলম, বার্তা সম্পাদক আশিক বিন রহিম, স্টাফ রিপোর্টার মোঃ মহসিন হোসাইন প্রমুখ।
অনুষ্ঠানে আর্থিক সহযোগিতা করেছেন, আইএফআইসি ব্যাংক লিমিটেড, তালুকদার ফারপিউমারি ,সিটি নিয়ন গ্রুপ, শাহাজ উদ্দিন ফাউন্ডেশন, ডাঃ আব্দুল হাই ফাউন্ডেশন, বায়োজিদ মেমোরিয়াল হাসপাতাল প্রাঃ, সুলতান ভূইয়া সমাজকল্যাণ পরিষদ ও আব্দুস সামাদ মেমোরিয়াল ফাউন্ডেশন।