স্টাফ রিপোর্টার : চাঁদপুর মডেল থানা পুলিশ শহরের বিভিন্ন পাড়া মহল্লায় মাদক বিরোধী ব্লক রেইড অভিযান অব্যাহত রয়েছে।
১৪ মে মঙ্গলবার দুপুরে মডেল থানার ওসি নাসির উদ্দিনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। ব্লক রেইড অভিযানকালে চাঁদপুর শহরের মাদ্রাসা রোড মুন্সিবাড়ি এলাকাসহ বেশ কয়েকটি পাড়া মহল্লায় অভিযান পরিচালনা করা হয়।
মডেল থানার ব্লক রেইড অভিযানে মাদ্রাসা রোডের চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী মাদক মামলার আসামি কামাল মিজির ছেলের রোকন মুন্সি রুকু (৩৫)
নাহিদ সুলতানা ভূইয়া(২৫),আনিছুর রহমান(২৫)কে আটক করে থানায় নিয়ে আসে।
অভিযানকালে মডেল থানা ওসি নাসির উদ্দিন পাড়া মহল্লার অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, চাঁদপুর সদর মডেল থানার পক্ষ থেকে এ ধরনের জন সচেতনতামূলক ব্লাক রেইড অব্যাহত থাকবে। যারা মাদক বিক্রি এবং সেবনের সাথে রয়েছে তারা যেন এ পথ থেকে সরে আসে। তা নাহলে তাদেরকেসহ মদদদাতা এবং সংশ্লিষ্টদের আইনের আওতায় আনা হবে।
আমরা চাই চাঁদপুর যেন শাস্তির জেলা হিসেবে সর্বদা স্বীকৃতি লাভ করে। এই জেলা হোক সম্পূন্ন মাদকমুক্ত। এ এলাকায় যারা মাদক ব্যবসা করে তারা পুলিশের কাছে আত্মসমর্পণ করতে হবে তা না হলে তাদেরকে আটক করে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রত্যেক অভিভাবদের উদ্দেশ্যে তিনি বলেন, অভিভাবকদেরকে সচেতন হতে হবে। তাদের সন্তানদেরকে মাদক থেকে বিরত রাখার দায়িত্ব তাদেরই। যারা মাদকে সম্পৃক্ত রয়েছে তাদেরকে এই পথ থেকে ফিরানোর দায়িত্ব পুলিশের পাশাপাশি সমাজের সকল সচেতনদের নিতে হবে। চাঁদপুর শহরের প্রতিটি পাড়া মহল্লা মাদক মুক্ত করনে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
অভিযানকালে উপস্থিত ছিলেন, ওসি তদন্ত হারুনুর রশিদ, ইনেসপেক্টর আব্দুর রব, এসআই অনুপ, এসআই মান্নানসহ মডেল থানা পুলিশের সদস্যবৃন্দ।