চাঁদপুরে পুলিশ ম্যাজিস্ট্রেসী কনফারেন্স

স্টাফ রিপোর্টার : চাঁদপুরের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ নূরে আলম বলেছেন,রোগী বা ভিকটিমের মেডিকেল সার্টিফিকেট দিতে হলে এখন থেকে ডাক্তাররা অবশ্যই যখমের সার্টিফিকেট সত্যায়িত করে সংযুক্ত করবেন।কারন মামলায় ডাক্তারের সার্টিফিকেটে রোগীর জখমের ছবির গুরুত্বতা অনেক বেশি।

এছাড়া যেকোন লাশের ময়না তদন্তের রিপোর্ট দ্রুত দেওয়ার ব্যবস্থা করবেন।তাহলে বিচার কাজ দ্রুত এগিয়ে নেওয়া সম্ভব।২২ জুন শনিবার বিকাল ৩ টায় জেলা জজ ভবনের সম্মেলন কক্ষে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসী চাঁদপুরের আয়োজনে পুলিশ ম্যাজিস্ট্রেসী কনফারেন্সে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি পুলিশের উদ্দ্যেশ্যে বলেন, মামলার সকল প্রসেসর থানায় ইমেইলে প্রেরণ করা হচ্ছে।বিচার কাজ দ্রুত নিষ্পত্তি করতে মামলার পুরাতন সাক্ষীদের হাজির করতে হবে। পাশাপাশি ক্রোকি পরোয়ানা নির্দিষ্ট তারিখের পূর্বে দ্রুত পাঠানোর ব্যবস্থা করতে হবে।

চাঁদপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ হাসান জামানের সঞ্চালনায় কনফারেন্সে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,পুলিশ সুপার পদোন্নতি প্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শফিউল আজম, কামাল হোসাইন, মোহাম্মদ কাফিল উদ্দিন, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক শাহাদাত হোসাইন, বিভিন্ন থানার অফিসার্স ইনচার্জ, পিবিআই প্রতিনিধি, পৌরসভার প্যাণেল মেয়র সিদ্দিকুর রহমান ঢালী, জেল সুপার প্রতিনিধি ও আবাসিক মেডিকেল অফিসার প্রমুখ। এ সময় বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।

একই রকম খবর