চাঁদপুরে পুলিশ সুপার পদে রদবদল

আহম্মদ উল্যাহ : চাঁদপুরের নবাগত পুলিশ সুপার জিহাদুল কবির পিপিএম নিয়োগ পেয়েছেন । তিনি এর আগে পাবনার পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন। বর্তমানে বিদায়ী চাঁদপুরের পুলিশ সুপার শামসুন্নাহার পিপিএম গাজীপুরের পুলিশ সুপার হিসেবে বদলী হয়েছেন ।

বুধবার (১ আগস্ট) রাষ্ট্রপ্রতির আদেশক্রমে উপসচিব ধনঞ্জয় কুমার দাসের স্বাক্ষরিত ৪৪০০০০০০০৯৮১৯০০১১৮১০৭১ স্বারকের প্রজ্ঞাপনে বদলির আদেশ জারি করা হয়।

এ আদেশে চাঁদপুরের পুলিশ সুপার শামসুন্নাহার পিপিএমকে গাজীপুরে বদলি করা হয় এবং পাবনার পুলিশ সুপার জিহাদুল কবির পিপিএমকে চাঁদপুর পুলিশ সুপার পদে বদলীর আদেশ জারি করা হয়।

চাঁদপুরের নবাগত পুলিশ সুপার জিহাদুল কবির পিপিএম পাবনা জেলাবাসীর কাছে সুপরিচিত নাম হিসেবে ছিলেন। যিনি পুলিশ সুপার হিসেবে যোগদান করে অস্ত্র উদ্ধার, মাদক উদ্ধার ও সন্ত্রাসী চরমপন্থী দমনের মাধ্যমে নিজের দক্ষতা এবং সাহসীকতার পরিচয় দিয়ে জেলাবাসীর অন্তরে আস্থার জায়গা করে নিয়েছেন।

পাবনা জেলায় যোগদানের পর শুধু পেশাগত দিক থেকেই নয় মানবিক দিক থেকেও জিহাদুল কবির,পিপিএম রয়েছেন মানুষের হৃদয়ের মনিকোঠায়।

তিনি খুলনা বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন ১৯৯৭ সালে গ্র্যাজুয়েশন শেষ করে ২০ তম বিসিএসে উত্তীর্ণ হয়ে পুলিশ বিভাগে যোগদান করেন।

পুলিশ বিভাগে চাকুরিকালিন তিনি ২০১২ থেকে ২০১৫ পর্যন্ত মাগুরা, ২০১৫ থেকে ২০১৬ রাজবাড়ি ও ২০১৬ থেকে বর্তমানে পাবনা জেলার পুলিশ সুপার হিসেবে কর্মরত আছেন। কর্মজীবনে পুলিশ সুপার হিসেবে চাঁদপুর তাঁর ৪র্থতম জেলা।

বাগেরহাট জেলার কৃতি সন্তান জিহাদুল কবির ব্যক্তি জীবনে এক কন্যা ও ছেলে সন্তানের জনক। তাঁর সহধর্মিণী সাদিয়া কবির ইডেন মহিলা কলেজ থেকে গ্র্যাজুয়েশন শেষ করেছেন। বর্তমানে গৃহীণী।

এদিকে চাঁদপুর থেকে বদলী হওয়া জনবান্ধব পুলিশ সুপার শামসুন্নাহার পিপিএম মহোদয় জেলা বাসীর অন্তরে জায়গা করে নিয়েছিলেন। তাঁর কর্মকাণ্ডতে পুরো জেলার মানুষ ছিলো মুগ্ধ। তিনি চাঁদপুরে নারী ও শিশু বিচার কার্যক্রম সেলস্ চালু করেছে। যার মাধ্যমে তিনি সারা জেলাতে আলোচিত হয়েছে।সাধারণ মানুষ তাৎক্ষনিক পারিবারিক ভাবে সমস্যার সমাধান পেয়েছেন ।

এসপি শামসুন্নাহার পিপিএম এর নেতৃত্বে অভিযানের ফলে চাঁদপুরের মাদক, জঙ্গিবাদ, সন্ত্রাস এবং বাল্যবিবাহ প্রায় সহনশীল পর্যায় নিয়ে এসেছেন। তিনি পুরো জেলায় মাদক, জঙ্গিবাদ ও বাল্যবিবাহ বিরোধী ফুটবল টুর্নামেন্ট চালু করেছেন। এতে প্রায় ১৮শ’ টুর্নামেন্টে পরিচালিত হয়েছে।

ফরিদপুরের মেয়ে শামসুন্নাহার। তার বাবা শামসুল হক ও মা আমেনা বেগম। চার ভাই-বোনের মধ্যে সবার বড় শামসুন্নাহার।হতে চেয়েছিলেন আইনজীবী। পরিবার-স্বজনরাও সেই স্বপ্ন জ্বালিয়ে দিয়েছিল তার বুকে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আইন বিষয় পেলেন না, পড়তে হলো রাষ্ট্রবিজ্ঞানে। অনার্স করার সময়ই বিএনসিসি-তে নাম লেখান। তখন সেরা ১০ ক্যাডেটের একজন হিসেবে রাইডার ফ্লাইংয়ে সুযোগ পেয়ে যান। একজন পাইলটের সঙ্গে ওড়ার সুযোগ ছিল সেটি। বিএনসিসি-তে থাকার সময় প্যারেড করেছেন, অস্ত্র ধরেছেন। তাদের পোশাক, নিয়মশৃঙ্খলা দেখে তার মনে হলো- এমন কিছু হবো, পুলিশ হবো। বিশ্ববিদ্যালয়ের পাঠ চুকিয়ে বিসিএস দিলেন, মেধার জোরে উত্তীর্ণ হলেন। বিসিএস ক্যাডারে তার প্রথম পছন্দই ছিল পুলিশ।

সহকারী পুলিশ সুপার হিসেবে ২০০১ সালে বাংলাদেশ পুলিশ সার্ভিসে যোগ দেন শামসুন্নাহার। মানিকগঞ্জ, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, পুলিশ সদর দফতর, ট্যুরিস্ট পুলিশসহ বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটে দায়িত্ব পালন করেছেন তিনি। ২০০৯-২০১০ পর্যন্ত জাতিসংঘ মিশনের মাধ্যমে পূর্ব তিমুর জাতীয় পুলিশের মানবসম্পদ উন্নয়ন কর্মকাÐের দায়িত্বেও ছিলেন। এ ছাড়া ২০১১-২০১৪ পর্যন্ত জাতিসংঘের শাখা অফিস ইতালিতে উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে সুনাম কুড়িয়েছেন। কর্মতৎপরতার গুণে ৭ বার জাতিসংঘ শান্তি পদক লাভ করেছেন। বাংলাদেশ পুলিশে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের স্বীকৃতিস্বরূপ প্রেসিডেন্ট পুলিশ মেডেল (পিপিএম), ৩ বার আইজি ব্যাজপ্রাপ্ত হন তিনি।

২০১৬ সালে পেয়েছেন উইমেন লিডারশিপ অ্যাওয়ার্ড। শিক্ষাজীবনেও মেধার স্বাক্ষর রেখেছেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে ২০০৫ সালে এমফিল করেন। পরে স্কলারশিপ পেয়ে যুক্তরাজ্যের বার্মিংহাম বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করেন।

২০১৫ সালের জুনে চাঁদপুরের পুলিশ সুপার হিসেবে যোগদান করেন শামসুন্নাহার। সৎ ও সাহসী পুলিশ কর্মকর্তা বলেই তার সুনাম রয়েছে পুলিশ বাহিনীতে। চাঁদপুরে ইতিমধ্যে মাদক, বাল্যবিবাহ ও নারী নির্যাতন রোধে অগ্রণী ভূমিকা রেখেছেন তিনি।

‘পুলিশ সপ্তাহ-২০১৬’ প্যারেডে প্রথম নারী হিসেবে নেতৃত্ব দিয়ে ইতিহাস গড়েন এসপি শামসুন্নাহার। মহানগর পুলিশ, রেঞ্জ পুলিশ, আর্মড পুলিশ ও র‌্যাবসহ পুলিশের ১৩টি দলের সহ¯্রাধিক সদস্যের প্যারেডে নেতৃত্ব দিয়ে তিনি দেশজুড়ে প্রশংসিত হন। ২০১৭ সালেও পুলিশ সপ্তাহ প্যারেডে তিনি নেতৃত্ব দিয়েছেন।

বুধবার (১ আগস্ট) রাষ্টপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক আদেশে শামসুন্নাহারকে (পিপিএম) গাজীপুরের পুলিশ সুপার হিসেবে নিয়োগ করা হয়েছে।

এদিকে চাঁদপুরের নাবগত পুলিশ সুপার জিহাদুল কবির পিপিএম চাঁদপুরে যোগদান হওয়ায় তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী এবং চাঁদপুর থেকে বিদায়ী জনবান্ধব পুলিশ সুপার শামসুন্নাহার পিপিএম মহোদয়ের জন্য নতুন কর্মস্থলে শুভকামনা জানিয়েছেন।

একই রকম খবর

Leave a Comment