সাইদ হোসেন অপু চৌধুরী : চাঁদপুর শহরে পেঁয়াজের ঊর্ধ্বমূল্য রোধে গতকাল ১৮ নভেম্বর বাজার মনিটরিং শুরু করেছে প্রশাসন। সোমবার দিনব্যাপী চাঁদপুর শহরের পুরানবাজার, নতুনবাজার, পালবাজার ও বিপনীবাগসহ বিভিন্ন বাজারে চাঁদপুর জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও জেলা মার্কেটিং অফিসের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনরা করা হয়।
প্রশাসনের এমন হস্তক্ষেপে প্রতি কেজি পেঁয়াজ ৫০ টাকা দাম কমে বিক্রি হয়েছে ১৬০ থেকে ১৮০ টাকা। এর আগে গত শনিবারও প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হয়েছে ২০০ থেকে ২৩০ টাকা কেজি দরে।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ও উপ-সচিব মোহাম্মদ শওকত ওসমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদ্য এসপি) মো. মিজানুর রহমান, এন এস আই যুগ্ম পরিচালক আজিজুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. জামাল হোসেন, জেলা মার্কেটিং অফিসার এন এম রেজাউল ইসলাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল মোরশেদ, চাঁদপুর মডেল থানার ওসি মো. নাসিম উদ্দিন, ওসি তদন্ত হারুনুর রশিদসহ প্রশাসনের কর্মকর্তারা।