স্টাফ রিপোর্টার : চাঁদপুর জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের আয়োজনে ওয়েজ আনার্স কল্যাণ বোর্ড থেকে প্রবাসী কর্মীদের মেধাবী সন্তানদের মাঝে চাঁদপুরে শিক্ষাবৃত্তির চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রশাসক মো: মাজেদুর রহমান খান।
সহকারি পরিচালক ফখরুল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা,ডিবি’র পরিদর্শক এমএ রউফ খান প্রমুখ ।
এসময় আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসন,কর্মসংস্থান ও জনশক্তি অফিসের কর্মকর্তা,প্রবাসী কর্মীদের স্ত্রী,অভিবাবক,সন্তানরা।
অনুষ্ঠানে প্রবাসী কর্মীর ২৭ জন মেধাবী সন্তানদের মাঝে ৩ লক্ষ ৫২ হাজার টাকার শিক্ষাবৃত্তির চেক প্রদান করেন অতিথিবৃন্দ।