স্টাফ রিপোর্টার : চাঁদপুরে শহিদুল ইসলাম নামে প্রশ্নপত্র জালিয়াতি চক্রের সদস্যকে জালিয়াতি মামলায় আটক করেছে মডেল থানা পুলিশ।
শনিবার (২৭ এপ্রিল) চাঁদপুর মডেল থানা পুলিশ আটক করেন। শহিদুল ইসলাম চাঁদপুরের পশ্চিম সকদি গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে।
স্থানীয় একাধিক সূত্রে জানিয়েছে, বেশ কয়েক বছর যাবৎ আটক শহিদুল বিভিন্ন পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের জড়িত ছিলেন। এ ধরনের কাজ প্রমানিত হওয়ায় তাকে ২০১৫ সালে চাঁদপুর শহরের ইকরা মডেল একাডেমীতে বরখাস্ত করা হয়েছিলো।
বর্তমানে শহীদুল চাঁদপুর চিলড্রেন একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক ও সিনিয়র শিক্ষক হিসেবে কর্মরত আছেন। ইতোপূর্বে সে পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসে জড়িত হওয়ার অভিযোগে আটক হয়েছিলেন। কিন্তু বিভিন্ন উপায়ে আটক হওয়ার পরেও সে ছাড়া পেয়ে যায়।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যাক্তি এ প্রতিনিধিকে জানিয়েছেন, তাকে জিজ্ঞাসাবাদ করলে তার সকল অপরাধমূলক কর্মকান্ডের বিবরণ পাওয়া যাবে এবং তারা প্রশাসনের নিকট তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেছেন।
চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসিম উদ্দিন এর কাছে জানতে চাওয়া হওয়ায় হয়, প্রশ্নপত্র জালিয়াতি চক্রের কোন সদস্য আটক হয়েছে কিনা। তিনি বলেছেন আমি বলতে পারবো না।
চাঁদপুর গোয়েন্দা পুলিশ এর ওসি জানান, আমি জানতে পেরেছি এমন একজন ব্যাক্তি মডেল থানায় আটক হয়েছে। কিন্তু তার পুরো তথ্য আমার জানা নেই।