স্টাফ রিপোর্টার : মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে চাঁদপুরে শিক্ষকদের নিয়ে দিনব্যাপী এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার চাঁদপুর প্রেসক্লাব ভবনের দ্বিতীয় তলায় চাঁদপুর উপজেলার আক্কাস আলী ক্লাস্টারের আয়োজনে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো.খোরশেদ আলম।
এ সময় সদর উপজেলার সহাকারী শিক্ষা অফিসার মানসুর আহমেদের সভাপতিত্বে ও বিষনদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তফা কামালের সঞ্চালনায় বক্তব্য রাখেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হাসিনা ইয়াসমিন,সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাজমা বেগম,আজিমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা খোদেজা বেগম লাকী,হাসান মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহাবুদ্দিন প্রমুখ।
সভায় শিক্ষকরা শহরের প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মাননোনয়নে বিভিন্ন মতামত দেন। এসময় শিক্ষকদের সাথে একমত হয়ে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো.খোরশেদ আলম বলেন, এ বছর প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় সারা বাংলাদেশে চাঁদপুর জেলা জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে শতকরা হারে তৃতীয় স্থানে এবং পাশের হারের দিক থেকে চতুর্থস্থানে রয়েছে। এই মতবিনিময়ের মাধ্যমে আমরা শিক্ষকদের কাছ থেকে শিক্ষার মানোনয়নসহ জিপিএ ও পাশের হার আগামীতে চাঁদপুর জেলাকে সারাদেশে প্রথম স্থানে নিয়ে যেতে চাই।