চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুরে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন চাঁদপুর জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান।
শুক্রবার (১ জুন) চাঁদপুর সদরের ১৭ টি কেন্দ্রে ১২ হাজার ৫শ’প্রার্থীর মধ্যে চাঁদপুর সরকারি কলেজে ১ হাজার ৪শ, চাঁদপুর সরকারি মহিলা কলেজে ৯শ, পুরান বাজার ডিগ্রি কলেজে ৬ শ, বাবুরহাট স্কুল এন্ড কলেজে ১ হাজার ৪শ, মাতৃপীঠ সরকারি বালিকায় ১ হাজার ২শ, হাসান আলী সরকারিতে ৭শ, আল আমিন ছাত্রী শাখায় ১ হাজার ২শ, আল আমিন ছাত্র শাখায় ৭শ, লেডি প্রতিমায় ৫শ, গনি মডেলে ৫শ, সরকারি কারিগরিতে ৪শ, লেডি দেহলভিতে ৪শ, ওচমানিয়া মাদ্রসায় ৩শ, পুরান বাজার বালিকায় ৪শ,মধুসূদনে ৮শ, আক্কাছ আলী রেলওয়েতে ৫শ’ ষোলঘর আদর্শে ৬শ প্রার্থী ওই পরীক্ষায় অংশ নিয়েছে।
এর মধ্য চাঁদপুর সরকারি কলেজে ও সরকারি মহিলা কলেজসহ কয়েটি কেন্দ্র পরিদর্শন করে জেলা প্রশাসক।
এসময় চাঁদপুর সরকারি মহিলা কলেজ কেন্দ্র পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন অধ্যক্ষ আ. মতিন মিয়া ও দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রট সাইফুল ইসলাম।