ইব্রাহিম খান : চাঁদপুরে ২২ হাজার মিটার নিল সাদা রং এর প্রায় ৪লক্ষাধিক টাকার অবৈধ কারেন্ট জালসহ মো. আফজাল হোসেন সনি (৩০) নামের এক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
বুধবার (২৬ জুন) দুপুর ১২টায় এ ঘটনায় চাঁদপুর মডেল থানায় প্রেস ব্রিফিং করা হয়।
আটক মো. আফজাল হোসেন সনি হাইমজর উপজেলার চর কোড়ালিয়া সরকারকান্দি এলাকার হারুনুর রশিদের ছেলে।
প্রেস ব্রিফিং এ জানানো হয়, আটক রনি গতকাল রাত সাড়ে ১২টায় ১টি প্লাস্টিকের সাদা বস্তায় ৪৪ টি বান্ডিলে প্রতি বান্ডেলে ৫শ মিটার করে আনুমানিক ২২ হাজার মিটার কারেন্ট জাল নিয়ে লঞ্চঘাটের পূর্ব পাশের পল্টুন দিয়ে যাওয়া সময় তাকে আটক করা হয়। আটককৃত জালের আনুমানিক মূল্য ৩লক্ষ ৯৬ হাজার টাকা। চাঁদপুর সদর মডেল থানা ও নৌ পুলিশের যৌথ অভিযানের মাধ্যমে এ জাল উদ্ধার করা হয়।
আটক রনি জানায়, আমি জালগুলো মুন্সিগঞ্জ মোক্তারপুর থেকে গানচিল কোম্পানির ৪৪পিস জাল ৪৪০টাকা করে ক্রয় করে হাইমচরে বিক্রয়ের জন্য নিয়ে যাচ্ছিলাম।
প্রেস ব্রিফিং এ চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. নাসিম উদ্দিন, (তদন্ত) মো. হারুনুর রশিদ, আব্দুর রব, হরিনা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. গিয়াস উদ্দিনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।