চাঁদপুরে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণা’র শুভ উদ্বোধন

স্টাফ রিপোর্টার : চাঁদপুরে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার এর শুভ উদ্বোধন করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য মাননীয় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শুক্রবার (১৪ জুন) চাঁদপুর সরকারি শিশু পরিবার পরিদর্শন করেন এবং বইয়ে স্বাক্ষর করেন।
চাঁদপুর সরকারি শিশু পরিবারে আসেন এবং পরে পুরো কর্ণার ঘুরে দেখেন ও পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

এসময় তিনি শিশুদের সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা ও মতবিনিময় করেন এবং শিশুদের আবদার শুনেন। তিনি শিশুদের আমাদের গৌরবময় ইতিহাস, মহান ত্যাগ ও সংগ্রামের কথা, সর্বকালের শ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জীবন ও সংগ্রাম সম্পর্কে জানা, অনুপ্রাণিত হওয়া, নিজেদের দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সুনাগরিক হিসেবে গড়ে উঠার জন্য উপদেশ দেন। পরবর্তীতে তিনি আবারও শিশু পরিবারে আসবেন মর্মে প্রতিশ্রæতি দেন।

তিনি শিশুদের বিকেলের নাস্তার জন্য মৌসুমি ফল আম ও লিচু পাঠান। শিশুরা মাননীয় শিক্ষা মন্ত্রী মহোদয়কে পেয়ে আনন্দে উদ্বেলিত হয়ে উঠে।

এসময় উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান, পুলিশ সুপর জিহাদুল কবির বিপিএম, পিপিএম, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপু, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক রজত শুভ্র সরকার।

একই রকম খবর