স্টাফ রিপোর্টার : চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার(অপরাধ ও প্রশাসন) মোঃ মিজানুর রহমান বলেছেন, মানবধিকার কমিশনকে ছোট করে দেখার সুযোগ নেই।কারন এরা এই সংগঠনের মাধ্যমে অসহায় ও গরিবদের ন্যায় বিচার প্রতিষ্টায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।তবে শুধু তাই-ই নয় বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের পরিপূর্ন ইতিহাস তরুন প্রজন্মের সামনে তুলে ধরতেও এই সংগঠন কাজ করে।
২৯ এপ্রিল সোমবার সকালে জেলা শিল্পকলা একাডেমীতে বঙ্গবন্ধুর প্রতি অধিকার আদায় ও স্বাধীনতা শীর্ষক আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে
প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর হাত ধরে এ দেশ স্বাধীন হওয়ায় আজ আমরা স্বাধীনভাবে কাজ করছি।সেজন্য তার দেওয়া ৭ই মার্চের ভাষণটি ছিলো ইতিহাসের শ্রেষ্ট ভাষণ।অবশ্য বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এই দেশকে নেতৃত্ব দিয়ে এগিয়ে নিয়ে চলেছেন।এতে মানবধিকার সংগঠনগুলোও খুব ভালো কাজ করছে।আমি এই সংগঠনের উত্তরোত্তর সফলতা কামনা করছি।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মানবাধিকার কমিশন চাঁদপুর জেলা শাখার সভাপতি গাজী রহমত উল্লাহ বলেন, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে এ দেশকে এগিয়ে নিতে আমরা আমাদের সংগঠনের মাধ্যমে কাজ করছি।আমরা আমাদের স্ব অবস্থান থেকে সমাজকে মাদকমুক্ত, বাল্যবিবাহ মুক্ত, সন্ত্রাসমুক্ত করতে কাজ করছি।আমরা যাতে সবাইর সহযোগিতায় সমাজকে এভাবেই এগিয়ে নিতে পারি সেজন্য সকলের সহযোগিতা কামনা করছি।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রেখেছেন ,জাতীয় সাংবাদিক সংস্থার মহাসচিব আবুল বাশার মজুমদার, সাপ্তাহিক পাঠক সংবাদের সম্পাদক ও প্রকাশক সাইফুল ইসলাম রনি, চাঁদপুর পরিবেশ আন্দোলনের প্রতিষ্ঠাতা আশিক খান।
এ সময় মুক্তিযোদ্ধা আবুল বাসার মজুমদার, কবি ও সাহিত্যিক আলী আক্কাছ তালুকদার, ফজলুর রহমান খান, আলহাজ্ব আব্দুল হক, অহিদুর রহমান, মোহাম্মদ আলী, মোঃ আইয়ুব ঢালী, কমান্ডার আনোয়ারুল হক বাধন, অবসরপ্রাপ্ত মোঃ ফরিদুল আলম রুপম, ডাঃ মোঃ আসিবুল আহসান চৌধুরী, ডাঃ ফারজানা বিনতে মিনহাজ, মোঃ খান-ই-আজম, আলহাজ্ব মোঃ মজিবুর রহমান ভূইয়া, শামীম আহমেদ, ডাঃ মোঃ আরিফুল হাসান, মোঃ কামরুজ্জামান, মোঃ নজরুল ইসলাম, মোঃ দেলোয়ার হোসেন, আলহাজ্ব মোঃ শাহআলম বেপারী,
ভাষা সৈনিক শেখ মোজাফফর আলী, লায়ন মোঃ মফিজুল ইসলাম, ডাঃ মোঃ সাকিব কায়সার, ডাঃ সাহিদুল হক পাটওয়ারী,মোঃ জসিম উদ্দিন, এস.এম. জয়নাল, শাহাদাত হোসেন রতন, জসিম উদ্দিন, আমিনুর রহমান, আশিক খান, আলমগীর মজুমদার, সালমা আক্তার, লক্ষণ চন্দ্র সাহা, অ্যাড.সাইফুদ্দিন বাবু, হযরত আলী বেপারী এবং মুক্তিযোদ্ধা আহসান হাবিব মজুমদার সহ মোট ২৫ জনকে সমাজে বিভিন্ন ভূমিকা রাখায় বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়।পরে অনুষ্ঠানে প্রায় দুই শতাধিক এতিমের মাঝে খাবার বিতরণ করা হয়।