এম এম কামাল /ইব্রাহিম খান : পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি,বাংলাদেশ অাওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক,চাঁদপুর-হাইমচর-৩ অাসনের উন্নয়নের রূপকার অালহাজ্ব ডাঃ দীপু মনি বলেছেন, পড়ালেখার পাশাপাশি খেলা ধূলাও প্রয়োজন কারন খেলার মাধ্যমে অামদের ছেলেরা নিজেদের চরিত্র গঠনে উদ্বুদ্ধ হবে।একজন মানুষ হয়ত সব বিষয়ে দক্ষতা অর্জন করতে পারে না।কিন্তু শরীরের জন্য হলেও অামাদের সন্তানদের খেলাধূলার প্রয়োজন।এছাড়াও খেলাধূলার মাধ্যমে অামাদের নেতৃত্ব দেওয়া ও পরস্পরকে সহযোগিতা দেওয়া শিখায়।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তিনি স্মরণ করে বলেন,বঙ্গবন্ধুর নামে যা কিছু হবে তাতে
অামাদের সাফল্য অাসবেই।অার এ খেলা জাতির পিতার নামে হচ্ছে তাই অামি অাশা করি এই খেলা অামাদের খেলোয়াড়দের উৎসাহ ও সাহস যোগাবে।বঙ্গবন্ধুর নামে অায়োজিত এই খেলা কিশোরদের উজ্জিবিতও করবে।
তিনি অারো বলেন, ক্রিকেটে অামরা এগিয়ে গেছি ফুটবলেও অামরা এগিয়ে যাবো যার প্রমাণ রেখেছে কিশোরীরা।এক সময় অামরা ফুটবলে অনেক ভালো অবস্থানে ছিলাম।এখন অামরা ক্রিকেটে ভালো অবস্থানে রয়েছি।তবে সেদিন অার বেশি দূরে নয় অচিরেই অামরা ফুটবলেও ভালো অবস্থান তৈরি করবো।এ সময় তিনি চাঁদপুরের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে পুনরায় নৌকা প্রতীকের জন্য ভোট চান।
৩ সেপ্টেম্বর সোমবার সকাল ১০ টায় বাবুরহাট স্কুল এন্ড কলেজ মাঠে যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের উদ্যোগে উপজেলা প্রশাসনের অায়োজিত ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে তিনি এসব মন্তব্য করেন।
চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমার সভাপতিত্বে এবং সদর সমাজ সেবা অধিদপ্তরের রবিউল হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন,ভারপ্রাপ্ত জেলা প্রশাসক শওকত ওসমান।এ সময় অরো বক্তব্য রাখেন,জেলা অাওয়ীমীলীগ সহ-সভাপতি শহিদুল্লাহ মাস্টার।এ সময় উপস্থিত ছিলেন,চাঁদপুর প্রেস ক্লাব সাধারণ সম্পাদক মির্জা জাকির,৬ নং মৈশাদী ইউনিয়নের চেয়ারম্যান মনিরুজ্জামান মানিক,২ নং অাশিকাটি ইউনিয়নের চেয়ারম্যান বিল্লাল হোসেন মাস্টার,রাজ রাজেশ্বর ইউনিয়ন চেয়ারম্যান হযরত অালী বেপারী,চাঁদপুর সদর উপজেলা অাওয়ানীলীগ সভাপতি নুরুল ইসলাম নাজিম দেওয়ান,সহ-সভাপতি শহিদুল্লাহ খান,সাংগঠনিক সম্পাদক অায়ুব অালী বেপারি,যুগ্ম সম্পাদক অাজিজ খান বাদল,বাবুরহাট স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ মোশাররফ হোসেন,জেলা পরিষদ সদস্য নুর ইসলাম পাটোয়ারী,সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তপন চন্দ,সদর যুব উন্নয়ন কর্মকর্তা অাজারুল ইসলাম,সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম সাইফুল হক প্রমুখ।
টুর্ণামেন্টের উদ্বোধনী খেলায় অংশ নেয় মৈশাদী ইউনিয়ন ও অাশিকাটি ইউনিয়ন।খেলায় রেফারির দায়িত্ব পালন করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন চাঁদপুর জেলা ক্রীড়া রেফারী সেলিম অাহমেদ টুমু,মাসুদুর রহমান মাসুম,মাসুম ব্যাপারী,ইমরান হোসেন রানা।খেলা চলাকালীন সময়ে পুরো মাঠের চারপাশে ক্রীড়া প্রেমী দর্শকের ঢল দেখা যায়।অনুষ্ঠান শুরুতে গীতা পাঠ করেন জেলা প্রশাসক কার্যালয় কর্মচারি বিমল চন্দ্র দে এবং পবিত্র কোরয়ান থেকে তেলোয়াত করেন সদর উপজেলা জামে মসজিদের ইমাম মুফতি মুহাম্মদ কেফায়েত উল্লাহ।