স্টাফ রির্পোটার : বঙ্গবন্ধু ডিপ্লোমা মেডিকেল স্টুডেন্ট এ্যাসোসিয়েশনের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চাঁদপুর জেলা শাখার আয়োজনে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৮ নভেম্বর সোমবার দুপুরে চাঁদপুর পার্টি হাওজে কেক কাটা ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল এ্যাসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সভাপতি ডা. মোঃ শফিউল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন বঙ্গবন্ধু ডিপ্লোমা মেডিকেল স্টুডেন্ট এ্যাসোসিয়েশন কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারন সম্পাদক ডা. দিপক চন্দ্র,চাঁদপুর ম্যাটস এর পরিচালক সঞ্জয় কর্মকার।
বঙ্গবন্ধু ডিপ্লোমা মেডিকেল স্টুডেন্ট এ্যাসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সাধারন সম্পাদক ডা. শাহ জালালের সভাপতিত্বে ও সুজন আহম্মেদের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু ডিপ্লোমা মেডিকেল স্টুডেন্ট এ্যাসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সহ সভাপতি হৃদয়সহ বঙ্গবন্ধু ডিপ্লোমা মেডিকেল স্টুডেন্ট এ্যাসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার নেতৃবৃন্দ এবং চাঁদপুর ম্যাটসের ছাত্রছাত্রী বৃন্দ।