স্টাফ রিপোর্টার : চাঁদপুরে বজ্রপাতে খলিলুর রহমান (৩২) নামে এক যুবক গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত খলিলুর রহমান পুরান বাজার পূর্ব শ্রীরামদী এলাকার নূরু দেওয়ানের ছেলে।
জানাযায়, চাঁদপুর ডবিøউর হরমান জুটলিম সংলগ্ন ডাকাতিয়া নদীতে মুজিবর রহমান নামে এক লোক খাচায় মাছ চাষ করে। সেখানেই মাছের দেখাশোন করেন খলিলুর রহমান।
নিত্যদিনের ন্যায় শনিবার (১৫ জুন) মাছের খাবার দেওয়ার সময় বজ্র পাতে গুরুতর আহত হন। পরে খবর পেয়ে পরিবারের লোকজন তাকে চাঁদপুর জেনারেল হাসপাতালে এনে ভর্তি করায়।সে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আহত খলিলুর রহমানের মা রোকেয়া বেগম জানায়, আমার ছেলে নতুন বাজারের মুজিবর রহমানের মাছের দেখাশোনা করে। আজ মাছের খাবার দেওয়ার সময় সে বজ্র পাতে আহত হয়। পরে খবর পেয়ে আমরা তাকে হাসপাতালে নিয়ে আসি।