চাঁদপুরে বাল্যবিবাহ যৌন হয়রানি ও সাইবার বুলিংকে না বলুন

স্টাফ রিপোর্টার : বাল্যবিবাহ যৌন হয়রানি ও সাইবার বুলিংকে না বলুন হটলাইন সম্বলিত স্টিকার বিতরণ ও প্রচারাভিযান অনুষ্ঠিত হয়েছে।

রোববার দুপুর সাড়ে ১২টায় চাঁদপুর লঞ্চঘাটে জেলা যৌন হয়রানি নির্ম‚লকরণ নেটওয়ার্কের উদ্যেগে ও চাঁদপুর ওয়াই ডবিøউসিএ এবং ট্রান্সজেন্ড বাংলাদেশ চাঁদপুরের সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাল্যবিবাহ যৌন হয়রানি ও সাইবার বুলিংকে না বলুন হটলাইন সম্বলিত স্টিকার বিতরণ ও প্রচারাভিযান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. জাহেদ পারভেজ চৌধুরী।

জেলা যৌন হয়রানি নির্মূলকরণ নেটওয়ার্কের আহবায়ক প্রকৌশলী মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এবং সদস্য সচিব কালাচাঁদ দাস অসিতের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা যৌন হয়রানি নির্মূলকরণ নেটওয়ার্ক কমিটি যুগ্ম আহবায়ক ও কাউন্সিলর ফরিদা ইলিয়াছ, জেলা ব্র্যাক প্রতিনিধি মো. জিয়াউর রহমান, ট্রান্সজেন্ড বাংলাদেশ সিনিয়র ম্যানেজার রেভাঃ মনিন্দ্র বর্মন, চাঁদপুর ওয়াই ডক্লিউসিএ জেনারেল সেক্রেটারি পাপড়ি বর্মণ, ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির জুনিয়র সেক্টর স্পেশালিষ্ট মো. আফসার উদ্দিনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, সুশীল সমাজ, বিভিন্ন শ্রেণি পেশার লোকজন সিএনজি অটোচালকসহ কয়েকশত লোক।

অনুষ্ঠানে বক্তারা বাল্যবিবাহ যৌন হয়রানি ও সাইবার বুলিংকে এর শিকার যাতে না হয় এজন্য সবাইকে সোচ্চার হওয়ার আহবায়ক জানান এবং হটলাইন নম্বর সমূহ প্রচার করার জন্য অনুরোধ করেন। পরে অতিথিবৃন্দ বিভিন্ন সিএনজি ও অটোরিক্সয় স্টিকার লাগান।

একই রকম খবর