চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুর জেলা বিএনপির নতুন সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের জামিন নামঞ্জুর : কারাগারে প্রেরণ
চাঁদপুর জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে সদ্য নির্বাচিত সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিককে একটি মামলায় জামিন নামঞ্জুর করেছেন জেলা ও দায়রা জজ আদালত। রবিবার বেলা সাড়ে ১১টায় একটি নাশকতার মামলায় আদালতে জামিন নিতে গেলে তাঁর জামিন নামঞ্জুর হয়।
জেলা ও দায়রা জজ এস এম জিয়াউর রহমান জামিন নামঞ্জুর করে শেখ ফরিদ আহমেদ মানিককে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
খোঁজ নিয়ে জানা গেছে, বিগত ২০১৮ সালে জেলা শহরে একটি নাশকতায় মামলায় শেখ ফরিদ আহমেদ মানিকসহ বিএনপি ও সহযোগী সংগঠনের আরো কয়েকজন নেতাকর্মীকে আসামি করে মামলা করে পুলিশ।
বিএনপির আইনজীবী সলিমউল্লাহ সেলিম জানান, চাঁদপুরে তার দলীয় কয়েক শ নেতাকর্মীর বিরুদ্ধে দুই ডজনেরও বেশি মামলা রয়েছে। এসব মামলায় অভিযুক্তরা আদালতে নিয়মিত হাজিরাও দিচ্ছেন। কিন্তু হঠাৎ করে কেন এসব মামলার একটিতে শেখ ফরিদ আহমেদ মানিকের জামিন নামঞ্জুর হলো তা বোধগম্য নয়। বিষয়টি নিয়ে বিএনপির আইনজীবীরা আবারো আদালতের দ্বারস্থ হবেন বলে জানান তিনি।
এদিকে, জেলা বিএনপির শীর্ষ এই নেতার জামিন নামঞ্জুর হওয়ায় আদালত চত্বরে উপস্থিত দলীয় নেতাকর্মীরা বিক্ষোভ প্রদর্শন করে। তারা শেখ ফরিদ আহমেদ মানিকের জামিন চেয়ে বিভিন্ন স্লোগান দেয়। এ সময় আদালত চত্বরে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়।
প্রসঙ্গত, গত ২ এপ্রিল চাঁদপুর জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতি নির্বাচিত হন শেখ ফরিদ আহমেদ মানিক এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিমউল্লাহ সেলিম।