চাঁদপুরে বিএনপির বিক্ষোভ সমাবেশ

স্টাফ রিপোর্টার ।। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারা অন্তরীণ থেকে নিঃশর্ত মুক্তি এবং তাঁর সু-চিকিৎসার নিশ্চিত করার দাবিতে চাঁদপুর জেলা বিএনপির আয়োজনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

২০ জুলাই শুক্রবার সকাল ১০টায় জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রবাসী কল্যান বিষয়ক সম্পাদক ও চাঁদপুর জেলা বিএনপির আহŸায়ক শেখ ফরিদ আহমেদ মানিকের সভাপতিত্বে ও যুগ্ম আহŸায়ক মুনির চৌধুরীর পরিচালনায় বক্তব্য রাখেন, যুুগ্ম আহŸায়ক অ্যাড. সলিম উল্যাহ সেলিম, মাহাবুব আনোয়ার বাবলু, সেলিমুস সালাম, আক্তার হোসেন মাঝি, ফেরদৌস আলম বাবু, পৌর বিএনপির সাধারন সম্পাদক অ্যাড. হারুনুর রশিদ।

শেখ ফরিদ আহমেদ মানিক তার বক্তব্যে বলেন, আওয়ামী লীগ সরকার বিএনপি নেতাকর্মীদের উপর যেভাবে দমন-পীড়ন চালাচ্ছে তা বিশ্বের যে কোনো সৈর শাসককেও হার মানায়। বাংলাদেশের তিন বারের সাবেক প্রধামন্ত্রী বেগম খালেদা জিয়া সহ বিএনপির নেতাকর্মীদের মিথ্যা মামলা দিয়ে রাজবন্ধী করে রেখেছে। আমরা সরকারের এই নেক্কারজনক কর্মকান্ডের তীব্র নিন্দা এবং থিক্কার জানাই। পাশাপাশি অবিলম্বের বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্ধী নেতাকর্মীদের মুক্তির দাবি করছি।

তিনি আরো বলেন, সারা দেশের ন্যায় চাঁদপুরের পুলিশ ভায়েরা বিএনপির সাথে আক্রমনাত্ম আচারণ করছে। যা খুবই লজ্জার এবং দুঃখ জনক। আমরা পুলিশ ভাইদের প্রতি অনুরোধ করবো আপনারা এই আক্রমনাত্ম মনোভাব দূর করুন। আপনারা রাষ্ট্রীয় আইনশৃঙ্খলা বাহিনী।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, সামনে নির্বাচন আসছে। অথচ আমাদের প্রিয় নেত্রী কারা অন্তরীণ রয়েছেন। তাই আমাদেরকে বেগম খালেদা জিয়ার মুক্তির পাশাপাশি নির্বাচন এবং আন্দোলন এই দু’টোরই প্রস্তুতি নিতে হবে। তবে এটা পরিস্কার যে শেখ হাসিনার অধিনে আমরা নির্বাচনে যাবো না।

সভায় অন্যান্য বক্তারা বলেন, বর্তমানে বাংলাদেশের মুজিব কোর্ট চলছে। আর এই কোর্টের বিচারক শেখ হাসিনা। এই বিচারক কখনোই চাইবে না বেগম খালেদা জিয়া মুক্তি পাক। আমরা কিন্তু শেখ হাসিনা সরকারের নির্দেশের অপেক্ষায় থাকবো না। সময় এবং সুযোগ মতো দেশের জনগণকে সাথে নিয়ে আমাদের নেত্রীকে মুক্ত করে আনবো।

এসময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. শামসুল ইসলাম মন্টু, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আঃ কাদের বেপারী, সাংগঠনিক সম্পাদক শরীফ উদ্দিন পলাশ, সদর উপজেলা বিএনপির যুুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী খান, বিএনপি নেতা কোষাধক্ষ কাইয়ুম খান, আলী আহাম্মদ বেপারী, জেলা শ্রমিক দলের সভাপতি নজরুল ইসলাম বাদল, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ভূইয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক অ্যাড. জাহাঙ্গির হোসেন, সদস্য সচিব হযরত আলী ঢালী, জেলা যুবদলের সভাপতি মোফাজ্জল হোসেন চান্দু, সহ-সভাপতি মানিকুর রহমান মানিক, জেলা কৃষক দলের সভাপতি এনায়েত উল্লাহ খোকন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান আকাশ, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সোলায়মান ঢালী, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মেরাজ চোকদার, জেলা ছাত্র দলের সভাপতি ইমান হোসেন গাজী, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটওয়ারীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

একই রকম খবর

Leave a Comment