ইব্রাহিম খান : চাঁদপুরে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সু- চিকিৎসার দাবীতে বিক্ষোভ সমাবেশ করেছে চাঁদপুর জেলা বিএনপি। ৮ ডিসেম্বর রবিবার বিকেলে চাঁদপুর জেলা বিএনপির কার্যালয়ে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
চাঁদপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাড. সলিম উল্লাহ সেলিমের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক মুনির চৌধুরীর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহবুব আনোয়ার বাবলু,দেওয়ান সফিকুজ্জামান, চাঁদপুর পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি, সদর উপজেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি শাহজালাল মিশন,সাধারন সম্পাদক অ্যাড. জাহাঙ্গীর হোসেন খান, জেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক আফজাল হোসেন,জাতিয়তাবাদী আইনজীবি ফোরামের সভাপতি অ্যাড. কামাল উদ্দিন, জেলা শ্রমিকদলের সভাপতি নজরুল ইসলাম খান বাদল, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক হযরত আলী, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মনিকুর রহমান মানিক,সাধারন সম্পাদক অ্যাড. নূরুল আমিন খান আকাশ, সাংগঠনিক ফয়সাল আহমেদ বাহার প্রমূখ।
সমাবেশে বক্তারা বলেন,আগামী ১২ ডিসেম্বর যদি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দেওয়া না হয় তাহলে রাজপথে আন্দোলনের মাধ্যমে দেশনেত্রীকে মুক্ত করা হবে।আর কোন সভা সমাবেশের জন্য অনুমতির অপেক্ষা করা হবে না।এই সরকার বিএনপি ও দেশের গনতন্ত্রকে ধ্বংশ করার জন্যই দেশনেত্রীকে মিথ্যা মামলায় আটকে রেখেছে।