স্টাফ রিপোর্টার : চাঁদপুরে সরকারী নির্দেষ অমান্য করে চাঁদপুর শহরে মটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনে বিনা প্রয়োজনে ঘুরতে বাহির হওয়ায় কয়েকজন কিশোর ও যুবককে প্রখর রোদে ভিন্ন ধরনের শাস্তি দেওয়া হয়েছে। এ শাস্তি দেওয়া দেখে অন্যরা যেন বিনা প্রয়োজনে বাহির না হয়,সে জন্য শাস্তি দেওয়া হয় বলে চাঁদপুর নির্বাহী কর্মকর্তা ও সেনাবাহিনীর কর্মকর্তারা জানান।
সরকার ঘোষিত ১৪ দিনের কঠোর লকডাউন বাস্তবায়নে চাঁদপুরে কঠোর অবস্থানে রয়েছেন সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও আনসার সদস্যরা। মানুষের অযথা বাইরে ঘোরাঘুরি বন্ধ ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত মাঠে কাজ করছেন বিভিন্ন আইন নিয়ন্ত্রন কারী সংস্থার কর্মকর্তারা।
এদিকে চাঁদপুরে করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় সোমবার (২৬ জুলাই) থেকে সড়কগুলোতে রিকশা ও মোটরসাইকেল চলাচলও বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। এ নির্দেশনা অমান্যকারীদের গুনতে হচ্ছে জরিমানা। একই সঙ্গে অপ্রয়োজনে রাস্তায় বের হওয়া লোকদের মধ্যে কয়েকজন যুবক ও কিশোরকে রোদের মধে আকাশের দিকে তাকিয়ে থেকে রোদে দাঁড় করিয়ে রেখে সাময়িক শাস্তিসহ জরিমানা করছেন,উপজেলা নিবার্হী কর্মকর্তা, জেলা প্রশাসন ও সেনাবাহিনীর কর্মকর্তারা।
সোমবার দুপুরের পর প্রায় আড়াইটার দিকে চাঁদপুর শহরের বাসস্ট্যান্ড ও ওয়্যারলেস বাজার এলাকায় মাস্ক ছাড়া এবং অপ্রয়োজনে বাইরে বের হওয়ার অপরাধে কয়েকজনকে রোদের মধ্যে আকাশের দিকে তাকিয়ে থাকার জন্য রোদে দাঁড় করিয়ে শাস্তি দেয় জেলা প্রশাসন ও সেনাবাহিনীর উধর্বতন কর্তারা।
এ সময় চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ, সহকারী কমিশনার (ভূমি) হেলাল চৌধুরী, সেনাবাহিনীর কুমিল্লা অঞ্চলের ক্যাপ্টেন কাজী ফয়সাল আহমেদ, নির্বাহী ম্যাজিস্ট্রেট আজিজুন নাহার প্রমুখ উপস্থিত ছিলেন।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ বলেন, কঠোর লকডাউনের মধ্যে অপ্রয়োজনে রাস্তায় বের হওয়া লোকজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হচ্ছে। এদের মধ্যে অধিকাংশই পথচারী, মোটরসাইকেল ও রিকশার যাত্রী। করোনা পরিস্থিতি খারপ থাকায় জেলা প্রশাসন থেকে রিকশা ও মোটরসাইকেলও বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এ জন্য অপ্রয়োজনে রাস্তায় চলাচলকারী ব্যক্তিদেরকে সেনাবাহিনীর মাধ্যমে রোদে দাঁড় করিয়ে সাময়িক শাস্তির ব্যবস্থা গ্রহন করা হয়।