চাঁদপুরে বিভিন্ন ইউপিতে “ছেলেধরা” গুজব প্রতিরোধে ব্যাপক মাইকিং

চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুর জেলা পুলিশ সুপার জিহাদুল কবিরের আহবানে চাঁদপুর সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে “ছেলেধরা” ও বিদ্যুৎ থাকবে না ও “কল্লাকাটা” গুজব প্রতিরোধ এবং ডেঙ্গু বিষয়ে সচেতনতামূলক মাইকিং করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুলাই) চাঁদপুর সদর উপজেলার ৫ নং রামপুর, আশিকাটি, মৈশাদী, শাহমাহমুদপুর, বাগাদী, বালিয়া ইউনিয়নে এসব বিষয়ে সচেতনতামূলক মাইকিং করতে দেখা যায়।

এছড়া চাঁদপুর শহরে কয়েকদিন বিদ্যুৎ ও গ্যাস থাকবে না বলে একটি সংঘবদ্ধ চক্র গুজব ছড়াচ্ছে। এই ধরনের গুজবে কান না দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন কর্তৃপক্ষ। তবে আগামি ২৪ ঘণ্টা গ্যাস বন্ধ থাবকে না এটা সত্য।

এ সম্পর্কে চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শওকত ওসমান একটি পরিপত্র তাঁর ফেসবুক আইডিতে পোস্ট দিয়েছেন। এছাড়া এ সম্পর্কে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড একটি জরুরী গ্যাস শাট ডাউন বিজ্ঞপ্তি দিয়েছেন। যা পত্র পত্রিকায়ও বিজ্ঞাপন গিয়েছে। কিন্তু ৩দিন যাবৎ গ্যাস বন্ধ থাকবে এটা সম্পন্ন গুজব। আবার কেউ বলে বিদ্যুৎ থাকবে না। এসময় “কল্লা কাটা” হবে। ছেলে ধরে নিয়ে যাবে এটিও একধম গুজব।

গত বুধবার (২৪ জুলাই) থেকে দিনের বেলায় শহরের সাধারণ মানুষের মুখে মুখে শুনাগেছে ৩দিন বিদ্যুৎ থাকবে না। আবার কেউ কেউ বলছেন গ্যাস থাকবে না। মূলত কোনটাই সঠিক নয়। সাধারণ মানুষকে বিভ্রান্তির মধ্যে ব্যস্ত রাখতে একটি কুচক্রি মহল এই ধরণের প্রচার প্রচারণা চালাচ্ছে।

গত বুধবার রাতে চাঁদপুর বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ থেকে শহরে মাইকিং করা হয়েছে। গ্রাহকদের উদ্দেশ্যে মাইকে বলা হয়, বিদ্যুৎ থাকবে না এমন গুজবে বিভ্রান্ত হবে না। একটি চক্র আগামী ২/৩দিন বিদ্যুৎ থাকবে না বলে যে প্রচার করছে তা সঠিক নয়। এরা তথ্য সন্ত্রাস।

এদিকে বৃহস্পতিবার দুপুরে রামপুর ইউপি চেয়ারম্যান আল মামুন পাটওয়ারী ওই ইউনিয়নে সচেতনতামূলক মাইকিংয়ের উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, বর্তমান সময়ে কুসংস্কার, অবাস্তব, ছেলেধারা সম্পন্ন গুজব, একটি কুচক্রমহল বর্তমান সফল সরকারের ভাবমূতিক্ষুন্ন করার জন্য ছেলে ধরার নামে অপপ্রচার করে যাচ্ছে, যা সম্পন্ন মিথ্যা ও ভিত্তিহীন, এ সব বিষয়ে কান না দিয়ে যারা এ বিষয়ে অপপ্রচার করবে তাদেরকে আটকে পুলিশকে খবর দিন নতুবা ৯৯৯ নাম্বারে ফোন দেওয়ার জন্য তিনি সকলকে অনুরোধ করেন।

এ সময় তিনি ডেঙ্গু জ্বর থেকে মুক্ত থাকার জন্য বাসা ভাড়ির আশ পাশের ডোবার আবর্জনা পরিস্কার পরিচ্ছন্ন রাখতে আহবান জানান। এ সময় ইউপি সচিব রাকিবুল হাসান, ওয়ার্ড মেম্বারসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

একই রকম খবর