স্টাফ রিপোর্টার : বাংলাদেশ আওয়ামী লীগের ত্রান ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট শিক্ষানুরাগী সুজিত রায় নন্দীর পক্ষ থেকে পবিত্র মাহে রমজান উপলক্ষে চাঁদপুর শহরের বিভিন্ন মসজিদ-মাদ্রাসায় ইফতার বিতরন করা হয়েছে।
১৮ মে শনিবার বিকেলে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে তিনি শহরের আদালত পাড়াস্থ মা আরিফুল কুরআন হাফিজিয়া মাদ্রাসা ৩শ জন এবং পুরাণবাজারের এমদাদীয় মাদ্রাসার ৪শ’ ৫০জন এতিম শিক্ষার্থীর মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহজ্ব বিল্লাল আখন্দ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অ্যাড. বিনয়ভূষণ মজুমদার, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বিএলএফ কমান্ডার হানিফ পাটওয়ারী, জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আলহাজ্ব এসএম জয়নাল আবেদীন, পৌর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এপিপি দেবাশিষ কর মধু, কৃষি বিষয়ক সম্পাদক জাহাঙ্গির ভুইয়া, সাবেক ছাত্রলীগ নেতা আতাউর রহমান পাটওয়ারী, সদর থানা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক শেখ শরীফ আহমেদ প্রমুখ।