চাঁদপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শণে প্রফেসর ড. আবদুল মান্নান

ইব্রাহিম খান : চাঁদপুর জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শণ করলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (ঢাকা) এর পরিচালক প্রফেসর ড. মো: আবদুল মান্নান।

শনিবার (২০ জুলাই) সকল সাড়ে ৮টায় প্রথমে হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়, মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, চাঁদপুর সরকারি কারিগরি উচ্চ বিদ্যালয় ও আল-আমীন একাডেমী স্কুল এন্ড কলেজ, পুরান বাজার মধুসুদন উচ্চ বিদ্যালয়, পুরান বাজার বালিকা উচ্চ বিদ্যালয় ও গণি আদর্শ উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন। এ সময় শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে তিনি বক্তব্য রাখেন।

তিনি তার বক্তব্যে বলেন, প্রথমেই তোমাদের স্বাস্থ্য ভাল রাখতে হবে। স্বাস্থ্য ভাল থাকলে শরীর মন দুটোই ভাল থাকবে, তাহলে তোমরা পড়াশুনাসহ সকল কাজে প্রাণ পাবে। যারা সকালে নাস্তা করে স্কুলে আসনি তারা এ কাজটি আর কখনো করবে না।

তিনি বলেন, আমাদের সন্তানরা ভালো ফলাফল করছে ঠিকই, কিন্তু কোথাও যেন তারা আত্মতৃপ্তিতে ভোগছে। আপনারা যারা শিক্ষক রয়েছেন তারা শিক্ষার্থীদের সাথে বন্ধু সুলব আচরণ করতে হবে। শিক্ষার্থীদের যেকোন সমস্যা তাদের সামনে তোলে ধরতে হবে। যাতে তারা বুঝতে পারে।

তিনি আরো বলেন, ষষ্ঠ থেকে নবম শ্রেণির যে বই গুলো আছে তার সম্পাদনা পরিষদে আমার নাম দেখতে পাবে। তোমাদের আনন্দ পাঠ বইটির নামকরণ করি আমি। আমি তোমাদের জন্য অনেকগুলো বই লিখেছি। তোমাদের নিয়ে ১৩/১৪ বছর কাজ করছি, আমি মতলব উত্তরের নদীর পাড়ের ছেলে।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, তোমরা জাতির পিতার অসাপ্ত জীবনী পড়বে তাহলে দেশের স্বাধীনতা সম্পর্কে বিষদভাবে জানতে পারবে। আমাদের সময় শিশুরা অপুষ্ঠিতে কাটিয়েছি কিন্তু আজ দেশ স্বাধীন হওয়ায় পর সকল কিছুতে উন্নয়নের ছোঁয়া লেগেছে। শিক্ষার্থীদের শ্রদ্ধাবোধ শিখাতে হবে। আপনাদেরকেই একজন শিক্ষার্থীকে পরিপ‚র্ণ মানুষ হিসেবে গড়ে তোলতে হবে।

হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শফি উদ্দিন, দায়িত্বপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক সুলতানা ফেরদৌস আরাসহ শিক্ষক ধশিক্ষিকাগণ। অনুষ্ঠান পরিচালনা করেন করেন আব্দুল্লা আল মামুন।
মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রাণ কৃষ্ণের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শফি উদ্দিন, দায়িত্বপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক ফজলুল রহমান। পরিচালনা করেন সহকারী শিক্ষক মোঃ মাসুদুর রহমান। আল আমিন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ্য ড. কর্নেল অবঃ শাহাদাৎ সিকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শফি উদ্দিন, মাধ্যমিক শাখার সমন্বয়কারী ফারুকুল ইসলাম। পরিচালনা করেন কলেজের শিক্ষক শিহাব উদ্দিন সেলিম।

সফরকালে বিকেলে জেলা শিল্পকলা একাডেমীতে জেলার সকল সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের সাথে মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

একই রকম খবর