স্টাফ রিপোর্টার : ‘এইডস নির্মূলে প্রয়োজন জনগণের অংশগ্রহন’ এই স্লোগানে সারাদেশের ন্যয় চাঁদপুরে বিশ্ব এইডস দিবস পালিত হয়েছে।
রোববার (১ ডিসেম্বর) সকালে এই উপলক্ষ্যে চাঁদপুর সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে র্যালী ও সিভিল সার্জন সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভার পূর্বে সিভিল সার্জন কার্যালয় সম্মুখ থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএম জাকারিয়া।
সিভিল সার্জন ডাঃ মো. সাখাওয়াত উল্যাহর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো. মিজানুর রহমান।
আরো বক্তব্য রাখেন স্বাধীনতা পদক প্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুন্নাহার চৌধুরী, চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের তত্ববধায়ক ডাঃ আনোয়ারুল আজিম, চাঁদপুর পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক ডাঃ মো. ইলিয়াছ প্রমূখ।
বক্তারা বলেন, এইডস রোগ সম্পর্কে সরকারি দপ্তর ও স্বোচ্ছাসেবী সংগঠনগুলো মাঠ পর্যায়ে কাজ করছে। তারপরেও মানুষকে এই রোগের ভয়াবহতা থেকে রক্ষার জন্য আরো প্রচার বৃদ্ধি করতে হবে। সামাজিকভাবে সচেতনতা বৃদ্ধি ও সাধারণ মানুষকে এই রোগের ভয়াবহতা সম্পর্কে জানাতে পারলে অবশ্যই এইডস্ রোগীর সংখ্যা হ্রাস পাবে।
দিবসের কর্মসূচিতে স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মকর্তারা অংশগ্রহন করেন।